রাতের তলদেশে আছে উষ্ণ আকাশ
আমাদের কল্পনায় এমন আকাশ উদ্ভাসিত হলে
প্রলম্বিত স্বপ্ন অন্তে পৌঁছায়
বাস্তবের দিকশূন্য পাহাড়ে দাঁড়িয়ে পেছন তাকালে দেখি
সমুদ্রের খাড়ি বেয়ে নীচে নেমেছে আমাদের বালকবেলা
তারপর নোনা জলে চামড়া ভিজলে ক্ষারিত হৃদয়
কোথাও ভাসার কাঙ্ক্ষায় তড়পায়, ঢেউয়ে গা ভাসালে
সাঁতার না জানা আমাদের আত্মা ভয়ে ভীত হয়ে
পাততাড়ি গুটিয়ে ফিরে নিরাপদ আশ্রয়ে, তারপর
শাওয়ারের নীচে আমাদের যাবতীয় কল্পনা
ধুয়ে গেলে পরিপাটী কাপড়ে আমরা ঢেকে নেই
উড়বার খায়েস টিভি পর্দার উড়ন্ত চিল
একদিন ছোবল দিবেই, অনাহারী কুকুরের সাথে
যুদ্ধ করে কেড়ে খাবে আমাদের হাড়গোড়, মাংসপিণ্ড
এমন ভাবনায় লাগিয়ে নেই জানালার পর্দা …
2 thoughts on “আহত ঐতিহ্যের নদী-৯”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আহত ঐতিহ্যের নদী’র নবম খণ্ড পড়লাম প্রিয় মকসুদ ভাই।
ধারাবাহিকটি নিয়ে আপনার একক কাব্য গ্রন্থ অনায়াসে তৈরী হয়ে যাবে। সুন্দর।