এক নিরুদ্দিষ্টের সন্ধানে

রাস্তাটা সুসজ্জিতই ছিল। মেকআপ, প্রেজেন্টেশন সবই নিখুঁত
অথচ অন্ধকার যখন তাকে গিলে ফেললো ধুন্ধুমার ম্যাজিকে
গিলিগিলিফু … শেষ প্রান্তরেখায় ছটফটে চুমু তখনও
ঘুরে বেড়াচ্ছে তোর্সার চুলে, কানের লতিতে
ফর্সা নিটোল দুই স্তনের জমজ জলজ গোলকে।
রাস্তার স্টাইলিশ টাইলসের পোষাকে এখানে সেখানে
নীরব কোণার্ক চাউনিতে তোর্সার জল বিন্দু বিন্দু আদর ছড়াচ্ছিল
অথচ পাজী অন্ধকার বেমক্কা ফিসফিসিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টায়
ক্রমাগত বলে যাচ্ছিল, রাস্তা রে তুই একা, তোর্সার ডেডিকেশন
কেবলই সমুদ্রের দিকে ছুটে যায় বর্ষায় ফুলেফেঁপে
তার স্বপ্নকুটিরের দিকে কোনো এক শ্রাবণ সন্ধ্যায়।
রাস্তা শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল, নাকি সন্যাসী হয়েছিল
এ সম্পর্কিত খবর টিআরপির অপ্রতুলতায় জানা যায় নি;
তবে নিরুদ্দিষ্টের কালো জাবদা খাতায় তার নাম রেজিস্টার্ড হয়েছিল …
অন্ধ কালোয় ঝাঁপ দিয়ে হারিয়ে গেছিল সুদর্শন রাস্তা।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

1 thought on “এক নিরুদ্দিষ্টের সন্ধানে

  1. ভালো লিখেছো প্রিয় সৌমিত্র। শুভ নববর্ষ ১৪২৪।

মন্তব্য প্রধান বন্ধ আছে।