মন পেতেছি বর্ষাভেজা লেকের জলে
মন রেখেছি ঝিলকর্পূর ঝিলিক পাতায়
মেঘ জমলেই জলের রঙে অদলবদল
মন ভেসেছে হাঁসের পিঠে জলের দাগে।
টুপলাবডুব টুপ টুপ টুপ বৃষ্টি ফোঁটা এফোঁড় ওফোঁড়
থোড়াই কেয়ার ঝমঝমঝম ঝরছে চুমু
ঊর্ণি রে তোর ডানার দুপাশ জল নক্সায়
তুম না না তুম মেঘমল্লার তান তুলেছে।
2 thoughts on “ঊর্ণি চূর্ণী ৪ (গান)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নববর্ষের শুভেচ্ছা নিন কবি দা। শুভ হোক আপনার সর্বদা।
প্রাণঢালা ভালোবাসা প্রিয় সৌমিত্র। নতুন বছরের শুভকামনা রইলো।