সেদিনের কথা
একদিন যদি শুনতিস
এই বৃষ্টি ধারার গল্প
একদিন কথা বলতিস…
যদি একদিন ফিরে আসতিস…
তুই একবার যদি শুনতিস…
ট্রেন চলে যায় বিকেলে
কান পাতি রেল লাইনে
সন্ধ্যে নামছে অকালে…
ভেজা হাওয়া ভাঁজে ফিসফিস…
তুই একদিন যদি শুনতিস…
বৃষ্টির ফোঁটা ঝমঝম
ওভারব্রিজের টিন ছাদ
মোবাইল চুপ থমথম…
খরিশ সাপের হিসহিস…
যদি একবার ফিরে ডাকতিস…
আকাশে ঝুলছে মেঘদ্বীপ
ধারালো ভাবনা হেলমেট
অঝোর কোথাও টিপটিপ…
স্মৃতি জাগরণে ছুটতিস…
তুই একবার যদি বুঝতিস..
বাউণ্ডুলের বাউলা
নাটকের ড্রেস খুললে
কেউ পীর কেউ আউলা…
মেরুজ্যোতি তুই খুঁজতিস…
একদিন তুই জানতিস…
একদিন ঠিকই বুঝবি
মিথ্যে কোনটা সত্যি
গিলে ফেলে তুই খুঁজবি..
অস্থি ছাইয়ের পুলটিস…
একদিন তুই খুঁজতিস…
একদিন মরু কাঁদবে
জলচর পাখি চাইতে
বৃষ্টি সেদিনও পড়বে…
যদি একবার ফিরে আসতিস…
তুই একবার ভালো বাসতিস…
বিবিধ ধারার লিখায় তুমি সব্যসাচী হে প্রিয় কবি।
অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা।
বৈচিত্রের স্বাদ পাচ্ছি ! শুভকামনা কবিবর !