রোদপুড়া
বসে থাকা এক কাঠপুড়া রোদের সনে
সৃমতিরা পুড়ে যাচেছ এই প্রণয় উঠনে-
দৃষ্টির নীলাকাশে শুধু কথা হয়
যায় উড়ে ঘাসফড়িংর কত মমতাময়!
শুধু রোদপোহানোর মধ্যদুপুর
কালবৈশাখী ঝড় ঝরে যায়
ভেঙেচুড়ে সেই সৃমতির মহনায়-
আজও কত শানত পায়রা বাসা বাঁধে
এক নীলিময় আকাশ পানে
জুরাবে কলানিত মেঘ -মুছে যাবি
বেদনার রেস এই রোদপুড়া অবশেষ;
জোনাকিদের হবে আঁধার বেশ!
শুভ সকাল বাউল কবি মি. সরকার। লিখায় কিছু আঞ্চলিক শব্দের ব্যবহার পাই।
পড়তে বা বুঝতে ভালোই লাগে। ধন্যবাদ।
শুভেচ্ছা নিবেন, আগামীতে নিশ্চয় আরও ভাল কবিতা পাব।
শুভেচ্ছা জানবেন কবি !