রোদপুড়া

রোদপুড়া

বসে থাকা এক কাঠপুড়া রোদের সনে
সৃমতিরা পুড়ে যাচেছ এই প্রণয় উঠনে-
দৃষ্টির নীলাকাশে শুধু কথা হয়
যায় উড়ে ঘাসফড়িংর কত মমতাময়!
শুধু রোদপোহানোর মধ্যদুপুর
কালবৈশাখী ঝড় ঝরে যায়
ভেঙেচুড়ে সেই সৃমতির মহনায়-
আজও কত শানত পায়রা বাসা বাঁধে
এক নীলিময় আকাশ পানে
জুরাবে কলানিত মেঘ -মুছে যাবি
বেদনার রেস এই রোদপুড়া অবশেষ;
জোনাকিদের হবে আঁধার বেশ!

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “রোদপুড়া

  1. শুভ সকাল বাউল কবি মি. সরকার। লিখায় কিছু আঞ্চলিক শব্দের ব্যবহার পাই।
    পড়তে বা বুঝতে ভালোই লাগে। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. শুভেচ্ছা নিবেন, আগামীতে নিশ্চয় আরও ভাল কবিতা পাব।

মন্তব্য প্রধান বন্ধ আছে।