ঊর্ণি চূর্ণী ১২
ঊর্ণি, সেই বর্ষার দিনের বাইক রাইডের পরেই দেউল সময়ে
টুপটুপ জল ঝরে তোমাকে যখন ভিজিয়ে যাচ্ছিল
শান্ত একলা পুকুরে শরীর চেটে নিচ্ছিল সাদা রাজহাঁস
আর তুমি লেপটে ছিলে আমার বুকের লোমের ভেতরে,
সাঁতার কাটছিলে টলোমলো বৃষ্টি সাক্ষী রেখে,
বুঝেছিলে কেন সেদিন সেই বনভূম বানভাসি হয়ে
রিনিটিনি সুর বাজিয়েছিল!
বলেছিল, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো!
পাগলি! সেকেন্ডের সূক্ষ্ম ভগ্নাংশে নির্দ্ধারিত হয় প্রিয় মুখ।
সেকেন্ডের সূক্ষ্ম ভগ্নাংশে নির্দ্ধারিত হয় প্রিয় মুখ
জানিনা কোথায় থামবে !! কী ই বা এর ভবিষ্যত।
তারপরও এই ধারাবাহিকের সাথে আছি প্রিয় সৌমিত্র।