ছায়াসঙ্গ

ছায়াসঙ্গ

পাশাপাশি ছায়াটাও হাঁটছিল
জিজ্ঞেস করলাম, কোথায় যাবে?
জানিয়েছে, একই পথে যাত্রা আমাদের; একই গন্তব্য
স্ট্রীট ল্যাম্পগুলো তখনো অলস।

কিছুটা যেতেই অরণ্য, সেখানে সাধুর ডেরা
গাঁজার কল্কিতে ভীষন তোড়জোর
আগুনের একটা সরু রেখায়
দেখলাম, সেও বসে আছে পাশে।

পকেট খুঁড়ে রূপোলী পয়সা
বের করবার আগেই ছায়া চেপে ধরেছে হাত
বললো, নিজেকে কতটুকু চেনো তুমি?
এই শ্যামলিমা আঁধার আসলেই কি তোমার?

ফিরে আসছি অথবা সে-ই আমাকে নিয়ে যাচ্ছে
আবারো স্ট্রীট ল্যাম্পের নিবু নিবু আলো
জোর বাতাস বইছে; এমন কি ছায়াও জানেনা
তবু নিঃশ্বাস নিতে আমার কত কষ্ট!

2 thoughts on “ছায়াসঙ্গ

  1. আমরা আমাদের ছায়াকে চালিত করি নাকি আমাদের ছায়ারা আমাদেরকে এ প্রশ্ন অমিমাংশিত । আচ্ছা অন্ধকারেও কি আমার ছায়া আমার সাথেই থাকে ?
    শুভেচ্ছা কবি !

  2. ছায়াসঙ্গ’র শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু তুবা। ব্লগে আসুন। ভালো লাগে। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।