ঊর্ণি চূর্ণি ১৯
ক্লিভেজের ভাঁজে যত্নে রেখেছ
সোনালি ঘড়ি সফেদ কাফন
গঞ্জ ওপারে চুমুতে লুকানো
কাঠবিড়ালির চন্দনবন।
অভিমান মুখ ছেনিতে কেটেছে
রজঃস্বলা শব্দ গন্ধ
ঊর্ণি চূড়ায় চূর্ণ হয়েছে
আরণ্যক মন্দ ছন্দ।
ভুল অক্ষরে গেঁথেছিলে ইঁট
দায়রা বিচারে সে পাঠভ্যাস
হলোনা তবুও মহাকাব্য
পঙ্গু গণেশ – বেদব্যাস।
ঊর্ণি তোমার ক্লিভেজের ভাঁজ
ঢেকেছে রাঢ়ের রোদ্দুর রং
দু হাতে সরালে অতিবেগুনি
পোড়াবে অতীত আলকাপ সং।
কবিতার জন্য শুভেচ্ছা ভালোবাসা প্রিয় কবি সৌমিত্র।
ভীষণ ! শুভেচ্ছা জানবেন কবি !
ভাল লাগল কবি দাদা।