কি দিলাম
কই বুঝ শিশুটির, যে আঁচল তলে
তবু হাসে যেই দ্যাখে আকাশের চাঁদ;
যখনই হয় সে বড়, নানা চক্র, ছলে
লভিতে মুঠোয় সে কি দুরন্ত উন্মাদ।
ছোঁয়া পেলে তার পেল যেন স্বর্গখানি
আরো মানুষ জগতে, নেই আর মনে;
সহে ঝড়-ঝঞ্ঝা টানে জীবনের ঘানি
আশাটি ওরাও পোষে হৃদয়ে যতনে।
হয় হোক বিপথেই সাধন অর্জন
রক্তাক্ত পথেই হোক তা পেতেই হবে;
সরাতে বিপত্তি হোক জীবন নিধন
প্রাপ্তি তবু হোক শুধু নিজেরই তবে।
কেউ ভাবে না কেনই বা জন্ম নিলাম
কখনো পরের তরে কিছু কি দিলাম ?
চতুর্দশপদী কবিতা
এমন চতুর্দশপদী কবিতায় অনুসন্ধিৎ পাঠকের শিক্ষণীয় কিছু থাকবেই।
অভিনন্দন প্রিয় কবি।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভেচ্ছা জানবেন।
কেউ ভাবে না কেনই বা জন্ম নিলাম
কখনো পরের তরে কিছু কি দিলাম ?
*একে তো সুন্দর কবিতা । তার উপরে আবার সাধনালব্ধ চতুর্দশপদী । সোনায় সোহাগা । শুভ কামনা কবি ।