ভাসানের পরে
উচ্চকিত হাসি থেমে গেলে ঝপ করে লাফায়
শূন্যতা,
ফ্ল্যাশব্যাকে থইথই প্যান্ডেলে রঙের টুকরো
মিছিল,
চেয়ারের ভাঙাচোরা পায়া, উল্টানো হিসেবী ঘট
জলশূন্য,
এদিকে ওদিকে সিঁদুরের ফেলে আসা মোহময়
দাগ
ছিপিহীন জলের বোতল আর শুকনো আশা হারানো
আমপল্লব,
আলো খুলে নিলে সব আলো নিভে যায় বিবর্ণ
স্বস্তিকায়।
দিনের প্রথম কবিতা। নন্দিত শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।
শুভেচ্ছা কবিকে
ভালো লেগেছে ভাই।