সাদা ক্যানভাস
প্রতিটি রাজপথ, গলিপথ, মেঠো কর্কশ
আলপথ জুড়ে হেঁটে যায় নিশ্চুপ মৌনমিছিল।
কোনো কোনো গাছ নতজানু হতে জানেনা।
মাথা উঁচিয়ে সগর্বে তাকায়, ঠিক মাঝ আকাশ
বরাবর হামাগুড়ি দেওয়া সূর্য থমকে দাঁড়ায় যেখানে,
মহাবৃক্ষের কাছে সূর্যই নতজানু হয়।
কোনো কোনো গাছ মচকাতে জানেনা।
গোপনতম গ্ল্যান্ডে ঘুনপোকার নিঃশব্দ পদচারনায়
নিথর সে মহাবৃক্ষের ছবিতে হাসির ঈষৎ টান,
কিশোর চারাদের দৃঢ়বদ্ধ চোয়ালে গড়িয়ে আসে
লবনাক্ত সামুদ্রিক ঢেউ।
যন্ত্র জানেনা, ঠিক তখনই ভূমিকম্প হয়।
সুন্দর লিখা উপহার প্রিয় কবি সৌমিত্র।
মন্তব্য এর উত্তর করো না বলে কথা বাড়ালাম না।