নিজকিয়া ৭২
মন খারাপ হলে হাসির গল্প বলি
সদ্য তামাদি হওয়া কাশের গল্প
চিলেকোঠায় ভয়ে ভয়ে সোনালি চুমুর গল্প।
আমাদের দুজনের ছোট্ট বসত
সেই শান্ত নদীর ওপরে
আশেপাশে জলেদের কথা ও কাহিনী
আমাদের আদর সময়ের তিলসম্ভব
পূর্ণতার অবিচ্ছেদ্য গল্প বলি
আর শুনে যাই একটানা হাওয়াকলের
ডানা ঝাপটানো
নিবিড় সন্ধ্যের আগেই তোমার
প্রদীপ জ্বালানোর রূপকথার গল্প।
নিজকিয়ার জন্য শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।