তৃঞ্চার জল
এমন কার্তিকে
নেশা ধরা কাশবন সমীরণ ছেড়ে;
কোথায় ছিলে এত কাল?
শারদীয় চিত্ত মোহ মায়া রঞ্জে রাঙা
প্রেম রহস্যের চির যামিনী অর্নব অপসরী
দ্রোহ কেন?
মায়ার আঁচল তলে প্রেম, বিরহ, অভিমানের
শূন্য বলয়ে বার বার আঙ্গিক ছায়াতল
নিঃশেষ হয় না কখনো;
তৃঞ্চার জল!
অপরাহ্নে কার্তিকের সাঁঝ লালিমা বড়ই
আমুদে মাখা;
আকাশ বর্ণে শুভ্র কথিকা
ম্রিয়মান নিবির আঁধারে ঢেকে যায়
মৃত্তিকার গায়!
উঁইপোকার ঢিবির রন্ধ্রে রন্ধ্রে উড়বার
হাট বসে সাঁঝ কুড়ানো আলোয়।
১৪২৪/১২, আশ্বিন/ শরৎকাল।
ভালো লাগল
তৃঞ্চার জল
তৃঞ্চার জল আমাকে কনফিউজ করেছে। আমি বারবার তৃষ্ণার জল পড়ার চেষ্টা করেছি। অভিনন্দন বন্ধু।