নিজকিয়া ৭৩
আছি, আছি আমি আছি ও ছিলাম
আছি ও থাকব যতই না চাও
আছি আছি বেশ দূর্মূল্যে বা দুর্দমনীয়
ভাঙাছেঁড়া খাঁজে, আছি,
আছি বেশ খামচা খামচি ভাগ কেড়ে খাওয়া
রোজনামচায়, ঘুমের ভানে, অর্ধেক জেগে
এমনই ছিলাম, এমনই থাকি
এমনই আছি আমি এই বেশ।
নিজকিয়া ৭৩
আছি, আছি আমি আছি ও ছিলাম
আছি ও থাকব যতই না চাও
আছি আছি বেশ দূর্মূল্যে বা দুর্দমনীয়
ভাঙাছেঁড়া খাঁজে, আছি,
আছি বেশ খামচা খামচি ভাগ কেড়ে খাওয়া
রোজনামচায়, ঘুমের ভানে, অর্ধেক জেগে
এমনই ছিলাম, এমনই থাকি
এমনই আছি আমি এই বেশ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সেই ভালো সেই ভালো প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।