ঈসা আ. মুসা আ. মুহম্মদ স.


ঈসা আ. মুসা আ. মুহম্মদ স.
…..
ঈসা মুসা মুহম্মদ
সেই কবে গেছ চলে
ঈসা মুসা মুহম্মদ
তোমাদের ভালবেসে
ঈসা মুসা মুহম্মদ
তোমাদের শিক্ষা রয়ে গেছে
ঈসা মুসা মুহম্মদ
মানুষ ভালবাসে
ঈসা মুসা মুহম্মদ
অগোনীত অনুসারি আছে
ঈসা মুসা মুহম্মদ
তোমরা আসবে আর না তাহলে?
ঈসা মুসা মুহম্মদ
তোমাদের দরকার আছে
ঈসা মুসা মুহম্মদ
যায় তোমাদের খুঁজে
ঈসা মুসা মুহম্মদ
মুক্তি তোমাদের পথে
ঈসা মুসা মুহম্মদ
থাকতে চাই তোমাদের সাথে
ঈসা মুসা মুহম্মদ
সত্য প্রভুর পথে ।


মুহম্মদ তোমার পরে নবী নেই
জানিয়েছ আমাদেরকে
তোমার পরে নবী থাকলে দেখতে
যেতাম তাকে
নবী কত মিষ্টি জিনিস
বুঝেছি মহম্মদকে
নবীর চাইতে বড় মানুষ
নেই সারা দুনীয়াতে
মুহম্মদ তুমি বলেছিলে
ঈসা নবী আবার আসবে
তোমার অনুসারি হয়ে
ঈসা নবী এলে পারে
দেখতে যাব তাকে
মুহম্মদ তোমার বাণী খুব মিষ্টি লাগে
মুহম্মদ তোমার দান রয়েছে
আমাদের-ই সাথে।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

1 thought on “ঈসা আ. মুসা আ. মুহম্মদ স.

  1. মুহম্মদ তোমার বাণী খুব মিষ্টি লাগে
    মুহম্মদ তোমার দান রয়েছে
    আমাদের-ই সাথে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।