ছিটেফোঁটা ঐশ্বরিক কণা
১
নাড়ি খসা সুতো
কিম্বা সুতো খসা নারী
জলবাড়ী
ঘিরেছে বিকেল।
২
এক কাপ চা
এক চামচ রোদ্দুর
সোনালিকা
বিষাদ লিকার।
৩
ঘুম ঘুম চুমু
আর চুমু ঘুম
ঘাম
দেওয়ালে বীর্যপাত।
৪
আড়ি পাতা পর্দা
পর্দায় রূপসী ঝালর
রুদ্রসমুদ্রে
মহানির্বাণিক শয়ন।
ছিটেফোঁটা ঐশ্বরিক কণা'য় মুগ্ধ হলাম প্রিয় কবি সৌমিত্র।
