পরিতৃপ্ত মৃত্যুর স্বাদ

দুঃখের হিমে প্রাচীন শিলা খণ্ডের মতো জমে যাচ্ছে বুক।
ধু ধু বালিয়াড়ি জুড়ে পাষাণ্ড শূন্যতা, কুয়াশার করুণ চাদর
অবাঞ্চিত মেঘের মতন ঝুঁকে আছে পতনের মুখে, যেখানে-
অতৃপ্তির ঘোর অন্ধকারে ডুবে আছে প্রবৃত্তির সমস্ত ক্ষুধা।
শঙ্কিত প্রাণ-
ভুলে যাওয়া স্মৃতির গভীরে খুঁজে বেড়ায় অনিশ্চিত আশ্রয়।
বিস্মৃতির বেড়াজালে অবিরাম দীর্ঘশ্বাস ছাড়ে আজন্ম শব্দরা ,
হাল ছাড়া কবিতারা…অন্ত্যমিল…ছন্দ’রা…
হৃদয়ের আকুতি ঢেলে তিল তিল করে সাজানো নৈবদ্য বেদী
কুলষিত ঘাতকের কাঁদাকার চরণে; অথচ-
আমি চাই পরিতৃপ্ত মৃত্যুর স্বাদ!
বিষাদের জীর্ণ কুটির ছিন্ন করে চাই মুক্তির অবগাহন…
চাই প্রতিটি কবিতার মত সতন্ত্র প্রেম…অনন্ত জীবন।

দা উ দু ল ই স লা ম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “পরিতৃপ্ত মৃত্যুর স্বাদ

  1. ভুলে যাওয়া স্মৃতির গভীরে খুঁজে বেড়ায় অনিশ্চিত আশ্রয়। … অসাধারণ প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।