দুঃখের হিমে প্রাচীন শিলা খণ্ডের মতো জমে যাচ্ছে বুক।
ধু ধু বালিয়াড়ি জুড়ে পাষাণ্ড শূন্যতা, কুয়াশার করুণ চাদর
অবাঞ্চিত মেঘের মতন ঝুঁকে আছে পতনের মুখে, যেখানে-
অতৃপ্তির ঘোর অন্ধকারে ডুবে আছে প্রবৃত্তির সমস্ত ক্ষুধা।
শঙ্কিত প্রাণ-
ভুলে যাওয়া স্মৃতির গভীরে খুঁজে বেড়ায় অনিশ্চিত আশ্রয়।
বিস্মৃতির বেড়াজালে অবিরাম দীর্ঘশ্বাস ছাড়ে আজন্ম শব্দরা ,
হাল ছাড়া কবিতারা…অন্ত্যমিল…ছন্দ’রা…
হৃদয়ের আকুতি ঢেলে তিল তিল করে সাজানো নৈবদ্য বেদী
কুলষিত ঘাতকের কাঁদাকার চরণে; অথচ-
আমি চাই পরিতৃপ্ত মৃত্যুর স্বাদ!
বিষাদের জীর্ণ কুটির ছিন্ন করে চাই মুক্তির অবগাহন…
চাই প্রতিটি কবিতার মত সতন্ত্র প্রেম…অনন্ত জীবন।
দা উ দু ল ই স লা ম
ভুলে যাওয়া স্মৃতির গভীরে খুঁজে বেড়ায় অনিশ্চিত আশ্রয়। … অসাধারণ প্রিয় স্যার।
আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়…..
সুন্দর ভাবনা কবি দা।
ভালো লাগছে আপনার উপস্থিতি
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই …শুভ সন্ধ্য।।