ইনবক্সে
————-
– আছ?
– আছি।
– কত অপেক্ষায় রাখবে আমাকে?
– অপেক্ষার সেকেন্ড দীর্ঘই হয়।
– এত? এই অবেলায় আর তো পারিনা।
– যতদিন অপেক্ষা, ততদিন প্রত্যাশা। অপেক্ষা শেষ হয় গভীর বিষাদে। তারপর, প্রাণান্তকর বিশ্রাম।
– কেন? প্রাণান্তকর কেন? সুখের বাচালতাও তো হতে পারে!
– ভার্চুয়াল প্রেম প্রেম খেলা শুধুই যে ডেকে আনে নিষাদ বিষন্নতা। ক্রৌঞ্চকাহিনী।
– কোন মুখে কথা বল কিছুই বুঝিনা। আমি যে টিউবলাইট, বন্ধুরা বলে।
– মুখ আর মনের একতালে চলা হয়েছে কখনো?
– বুঝিনা, বুঝিনা এসব কূটকথা। একি! কোথায় তুমি? মুখ কই তোমার?
– মুখ নেই। ছিলনা কোনোদিনই।
– কি করে তা হয়! মুখ তো থাকে সবার!
– সবারই মুখ আছে, আমি যে কবন্ধরাত। আমি শুধু নিছক মুখোশ।
2 thoughts on “ইনবক্সে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ স্বতন্ত্রধারার লিখা। পাঠক এর সাথে তোমার দূরত্ব বেড়েই চলেছে প্রিয় কবি।
বাহ, বেশ অন্যরকম