শিখো/
তোমার ধৃষ্টতা থেকে/ শিখো নিজেকে
স্পর্ধিত/ মনের ভ্রষ্টতা থেকে/
হোঁচটে /উপড়ে যাওয়া নখে/
অবাধ্য দিনের বিফলা অংকে/ শিখো /
পলকে/ নিস্পলকে/ হাত ফসকে / যাওয়া / বেমালুম সুযোগে/…
শিখো/
যাকে /অমান্য করে / ক্ষুণ্ণ হয়েছে মন/
কচকচ করেছে/ অন্তস্থ নয়ন/
যে থেকে/ পুড়েছে পরাণ/
দুমড়ে/ মুচড়ে/
যে পাহাড় /ভেঙ্গে গড়েছে/ শৌর্যের শিরস্ত্রাণ/
শিখো/
যে আগুনে /উঠেছে/ লেলিহান শিখা/
অজানা আবেগে/ উড়েছ/ মেঘে মেঘে/
ভিড়েছ/ মৃগয়া অরণ্যে/
ধূলি মাখা/ চাঁদ বদনে/ ভিজেছে রাত/…
চেনো/
ভুকগ্রস্ত উন্মাদ/
যখন ছিঁড়ছো / নিজের চুল/ কামড়াচ্ছ আঙ্গুল/
কপাল চাপড়ে/
যখন ধুঁকছ/ বুক/
চিত্তের নিবিড়ে/দগদগে ক্ষত/ পুরনো অসুখ/
চেনো/
যখন/ দাঁড়িয়ে আছো/ রিক্তের দুয়ারে/
দীর্ঘশ্বাসের ঝড়ে/
যখন/ নিংড়ে উঠে /পচা শামুক/…
শিখো
ঘাত/ প্রতিঘাত/ ক্ষয়/ অবক্ষয়/
ক্ষুধা থাক/ বা/ না থাক/
তুমি/ মোক্ষ চিনো/
ভক্ষণ শিখো/ গ্রাসে- গোগ্রাসে/
আর…বেঁচে থাকো/ কালের দীর্ঘশ্বাসে/…
দাউদুল ইসলাম
৯/১/১৮
ভিন্ন এক আঙ্গিকের পরিবেশনায় খুব ভাল লাগল কবি দা।
ভালবাসা জানিবেন শ্রদ্ধেয়া দিদি । শুভ সন্ধ্যা
ইউনিক এক আইুডয়াকে কাজে লাগিয়েছেন স্যার। চমৎকার হয়েছে। সরাসরি অভিনন্দন প্রিয় স্যার। যেখানেই থাকুন ভালো থাকুন আর সৃষ্টির মনন থাক উন্মুক্ত।
সালাম ও সম্মান গ্রহন করুন স্যার।
শুভ সন্ধ্যা