দহনজ্বালায়
কাঁধের কলসিতে
কাঠকয়লার রাসায়নিক পরিবর্তনে
আমারই ছাই অবশেষ,
নদীরাও ধরা দেয়না এখন,
বিসর্জন ইচ্ছেয় ফুরোয় বৈশাখ।
ভ্রুণ ছটপট করে ছাইয়ের গভীরে,
দহনকাল অন্তে ফিনিক্স হব।
দহনজ্বালায়
কাঁধের কলসিতে
কাঠকয়লার রাসায়নিক পরিবর্তনে
আমারই ছাই অবশেষ,
নদীরাও ধরা দেয়না এখন,
বিসর্জন ইচ্ছেয় ফুরোয় বৈশাখ।
ভ্রুণ ছটপট করে ছাইয়ের গভীরে,
দহনকাল অন্তে ফিনিক্স হব।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সরু সংক্ষেপে লিখা দারুণ হয়েছে প্রিয় সৌমিত্র। শুভ সকাল।
