কথা শেষ তবে চলে যাই
নিভিয়ে দিয়েছ?
তবে আর এত কথা কেন?
যদি বল, তবে চলে যাই।
সামনে বিস্তৃত বালিয়ারী
ছোট বড় টিলা
ভেসে থাকা বাউল স্বরলিপি
ঝুম ঝুম নেচে যাওয়া
র্যাটল স্নেকের গাঢ় চুমু
ডেকেই চলেছে।
যদি বল এ প্রদীপ
আমার জন্য নয়,
তবে যাই।
কথা শেষ তবে চলে যাই
নিভিয়ে দিয়েছ?
তবে আর এত কথা কেন?
যদি বল, তবে চলে যাই।
সামনে বিস্তৃত বালিয়ারী
ছোট বড় টিলা
ভেসে থাকা বাউল স্বরলিপি
ঝুম ঝুম নেচে যাওয়া
র্যাটল স্নেকের গাঢ় চুমু
ডেকেই চলেছে।
যদি বল এ প্রদীপ
আমার জন্য নয়,
তবে যাই।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ সহজ এবং সারল্যে ভার একটি লিখা। অভিনন্দন প্রিয় সৌমিত্র। শুভ হোক দিন।
সহজ স্বাভাবিক লেখা
ভাল লাগল