রাখলাম সুগন্ধি সময়
তোমাদের গোল আকাশ
আমার কৌণিক।
সেই সাত কোনে রেখে গেলাম
আমার সাত মোহর।
দরদর ঘামের স্রোতে
সাত শিউলির সুগন্ধ।
রেখে গেলাম ফোলা মেঘে
সুকান্তি রোদ্দুর।
যত্নে রেখো হারানো গ্রামোফোনের
সারাজীবনের গান।
রাখলাম সুগন্ধি সময়
তোমাদের গোল আকাশ
আমার কৌণিক।
সেই সাত কোনে রেখে গেলাম
আমার সাত মোহর।
দরদর ঘামের স্রোতে
সাত শিউলির সুগন্ধ।
রেখে গেলাম ফোলা মেঘে
সুকান্তি রোদ্দুর।
যত্নে রেখো হারানো গ্রামোফোনের
সারাজীবনের গান।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার একটি লিখা প্রিয় সৌমিত্র।
বাহ অনবদ্য দাদা
খুব ভালো একটি কবিতা পড়লাম