ঝিম রিম
সকাল থেকে বাজবি ভেবে তিনতারে সুর বাঁধছিলি
ঘরের মধ্যে রাগ বেহাগে ভায়োলিনে কাঁদছিলি।
যুক্তি দিয়ে কোর্টকাছারির চলতে পারে কাঠগড়া
আদর করার ইচ্ছেগুলো কে বলে রে মনগড়া?
চর্বক্তিম চর্বণে চঞ্চরিত ভুতের দল
গুজব ছড়ায় টাকলামাকান ভগবানের হুকোর জল।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনে
সাজিয়ে রাখা গ্রামের শ্রী ছন্নমাতাল বনে।
বৃষ্টি ভাসায় মহানগর রাত ঝমঝম বিষাদ
বৃষ্টি এলেই সুভদ্রজন অস্ত্র হাতে নিষাদ।
সকাল কখন দুপুর হলো, দুপুর হলো রাত
ভিজতে গেলেই লুডোর ছকে নায়েগ্রা প্রপাত।
লোডশেডিং এর অন্ধকারে বেগম আখতার
রাত জমজম জল ঝিমঝিম অভিমানের ঝাড়।
কখন কিসে ভালো হবে কখন হবে মন্দ
পথ হারানো মাতাল শোঁকে বৃষ্টি ভেজা গন্ধ।
এ তোর বাড়ি ও তোর বাড়ি বাড়ি ওপরপড়া
শুরু হলো বৃষ্টি যে ফের বাইরে গিয়ে দাঁড়া।
জল ছপছপ রাস্তা হাঁটে কুকুর পাখি প্রেস
নৌকা হাঁটে আমিও হাঁটি বৃষ্টি রাখে রেশ।
লিখাটি একটু বেশী দারুণ লাগলো। মেজাজ মনে হয় ভালো আছে তাই না সৌমিত্র !!
শুভ সকাল। ভালো থেকো।
এ তোর বাড়ি ও তোর বাড়ি বাড়ি ওপরপড়া
শুরু হলো বৃষ্টি যে ফের বাইরে গিয়ে দাঁড়া।
* শুভরাত্রি।
"জল ছপছপ রাস্তা হাঁটে কুকুর পাখি প্রেস
নৌকা হাঁটে আমিও হাঁটি বৃষ্টি রাখে রেশ"