রাত্রানুবসতকাব্য

রাত্রানুবসতকাব্য

আঁচড়েরা সাদা রঙে প্রাথমিক বাস করে,
থার্মোকলের ওপর ডেনড্রাইটের বিন্দুছাপও
দীর্ঘ ক্রিয়া প্রতিক্রিয়ার বিতর্কে জড়ায়,
কোনো কোনো দাগও গভীর ক্ষতচিহ্ন হয়।
#
আজ রাত্রি আর ঘুমের ডিভোর্স হয়েছে মিউচুয়াল,
আজ শব্দগাছ প্যারালাইজড হয়ে
মুখ থুবড়ে পড়ে চৌকাঠের ছায়ায়,
আজ কষ্টানুকাব্য পরস্পরের গলা জড়িয়ে
থম মেরে বসে, মুখ লাল, ছলছল চোখের মনি।
#
সাতশো কোটি মানুষেরা সবাই ভালো
থাকতেই চায় এই কুশন্ডিকা উত্তরকালে,
দুই মেরু কাছাকাছি এলে
বেশি শতাংশই পিছলে পড়তে থাকে
মহাশূন্যের কালো গভীরতায়
ধূমকেতুর মায়া ল্যাজে
বহির্ব্রহ্মান্ডের গ্রহানুপুঞ্জে।
#
দেখতে দেখতেই সিগারেটের প্যাকেট শূন্য হয়,
প্রবল নিম্নচাপের থাপ্পড় খেয়ে
রাতচরা আমিষ ভক্ষকেরা জবুথবু উবু হয়ে
কোটরবিলাসী সোনালি রাতের স্মৃতিচর্বণ করে,
সারাটা রাতের পাখনায় লাগে
অবিশ্বাসীর অকারণ কামড়ের দাগ।
#
অরণ্যচারী সবুজেরা ভুলবুঝে মিশকালো অন্ধদাগ
চারপাশে ছড়ানো অর্দ্ধভূক্ত সিগারেট
স্মৃতির আধখোলা অ্যালবাম
আর তীক্ষ্ণ জ্বালায় আধপোড়া রাতের দেহ।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

14 thoughts on “রাত্রানুবসতকাব্য

  1. "রাতচরা আমিষ ভক্ষকেরা জবুথবু উবু হয়ে
    কোটরবিলাসী সোনালি রাতের স্মৃতিচর্বণ করে,
    সারাটা রাতের পাখনায় লাগে
    অবিশ্বাসীর অকারণ কামড়ের দাগ।" ___ গুড জব প্রিয় কবি সৌমিত্র। সম্মান রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দারুণ লিখেছেন!

    "অরণ্যচারী সবুজেরা ভুলবুঝে মিশকালো অন্ধদাগ
    চারপাশে ছড়ানো অর্দ্ধভূক্ত সিগারেট
    স্মৃতির আধখোলা অ্যালবাম
    আর তীক্ষ্ণ জ্বালায় আধপোড়া রাতের দেহ"।

    চার লাইনে চারটা চিত্র কল্পনা করলাম; আমার মতো করে।  

    মুগ্ধ হয়েছি!

  3. অরণ্যচারী সবুজেরা ভুলবুঝে মিশকালো অন্ধদাগ
    চারপাশে ছড়ানো অর্দ্ধভূক্ত সিগারেট
    স্মৃতির আধখোলা অ্যালবাম
    আর তীক্ষ্ণ জ্বালায় আধপোড়া রাতের দেহ।

     

    * রচনার শিল্পগুণ বেশ মুগ্ধ করার মত প্রিয় কবি দাদা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।