প্রাচীন প্রেম
সেঁদো মাটির ঘ্রাণে ভেসে উঠে চোখে
প্রাচীন প্রেমের তৈলচিত্র,
মাছরঙা ঠোঁটে ক্লান্তি চিহ্ন এঁকে এঁকে
মিয়ম্রাণ বুক ঢের ক্লান্ত!
একবার যখন তুমি মেঘের নীল ডানায়
তোমার জানালা রাখো খুলে,
কদম জল ভোরের হাওয়ায় মিশে মিশে
ঘ্রাণ নেয় সদ্যস্নাত ভেজা চুলে!
শালিকের চোখে লেগে থাকা ঘুম আজ
আদ্রতা খুঁজে পামের খড়ে,
ব্রোঞ্জের কৌটায় লিপিস্টিক আরও কত
নীলপালিস, চুড়ি গুমরে মরে!
আদি থেকে অনাদিকাল ত্রিভুবন লয়ে
এই প্রেম, সেই প্রেম ত্রিভূজে,
আবর্তিত যুগল দ্বয়ের হাতে হাতে সদা
চিত্ত রঞ্জিতে থাকিবেই সেজে!
তৈলচিত্রে শুধু সেই প্রাচীন প্রেমব্যাখ্যা
লীন সব প্রেম আবেগের স্রোতে,
ঘুমন্ত চোখের আড়ালে তবুও গাওয়া
প্রাচীন সেই প্রেমগীত একাকিত্বে!
০২/০৯/১৮
ভালো লিখেছেন সুজন ভাই।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়,, ♥
বেশ সুন্দর হয়েছে কবি।
প্রেরণা পেলাম,,শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়, ♥
"প্রাচীন প্রেম"এর চিত্র পেলাম; সুন্দর সব শব্দে !
আন্তরিক শুভেচ্ছা জানবেন,♥♥♥
শুভেচ্ছা নিন কবি দা সুজন।
আপনিও অশেষ শুভেচ্ছা জানবেন,,♥♥
সো রোম্যান্টিক প্রিয় কবি।
নিরন্তর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন,,♥♥♥
সুন্দর লেখা দাদা
অশেষ কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়, ♥
ঘুমন্ত চোখের আড়ালে তবুও গাওয়া
প্রাচীন সেই প্রেমগীত একাকিত্বে!
* চমৎকার কবি…
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম শ্রদ্ধেয়, ♥
আন্তরিক শুভেচ্ছা জানবেন প্রিয়♥
ঘুমন্ত চোখের আড়ালে তবুও গাওয়া
প্রাচীন সেই প্রেমগীত একাকিত্বে!——–দারৃণ কবি
অনেক প্রেরণা পেলাম শ্রদ্ধেয়, ♥
অশেষ কৃতজ্ঞতা জানবেন♥