শিল্পনামা

গরুর নাক ডুবিয়ে খাদ্যাভ্যাস দেখে একটা স্মৃতি মনে পড়ে,

ক্যাফেতে পোলাও কোরমা’র ঘ্রাণ যখন পীড়া দিচ্ছিলো
এবং আকাশে উড়ছিলো সুগন্ধীর চিল
ডানে বসা ছিলো একদল ভোজনপিপাসু শ্রেণির মানুষ
দেখছিলাম নাক মুখে ওদের ভাত লেগে থাকা ও
দাঁড়ি গোঁফে মাংসঝোলের শিল্প
ওদের খাওয়া দেখে রোদসীও মুখ
থেকে বোরখা সরিয়ে খেতে থাকলো
ভাত, মাংসের ঝোল
এবং তার হা -মুখ থেকে সটকে পড়েছিলো হলদেটে হাসির মচ্চম।

আমি তাজ্জব দৃষ্টিতে সমীকরণ করি
গরুরা কেনো জাবর কাটে
কেনো নাক ডুবিয়ে চারির ভেতর থেকে
খুঁজে আনে খিদের শিল্প।

২/৯/১৮ইং

8 thoughts on “শিল্পনামা

  1. হাহাহা্। অতি বাস্তবতার সাথে নিজ সমীকরণ কবিতায় টেনেছেন। চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।