কেন্দ্র বৃত্ত বিহ্বলতা
কালো কুকুর একমনে চেটে যাচ্ছে
নিজেরই জননেদ্রিয়,
কুকুরটার এখন খিদে আছে কিম্বা নেই।
অজস্র পাইপের সর্পিল পাকে
বসত যে প্রান্ত নারীর,
শস্তার খাবার হলে কে দেখে
তার স্তন শুকনো না ভারী!
হৈ হৈ মধ্যাঞ্চলে সবে শুরু
ডিস্কোথেকের হুইস্কি প্রলেপে
উদ্দাম নাচ, হাত পা স্বাধীন এখন
কে কোথায় ছুঁলো ডোন্ট কেয়ার।
শোনা গেছে কোন আলুচাষী সামান্য
দেনার দায় চুকিয়েছে
বাঁশ দড়ি হ্যাং টিল ডেথ,
জমজমাট টিভি স্টুডিওয়
সাদা পাঞ্জাবির আলোর ফোয়ারা।
আহ বড় ভালো ছিল
সতীদাহ গণপতির দুধ পান,
আহ বড় ভালো ছিল
অয়দিপাউস সপাট হুল্লোড়,
আহ ও প্রান্ত পৃথিবী
মাঝেমাঝে বড়ই জ্বালায়!
বেশ বোধময় কাব্য অনেক শুভেচ্ছা নিবেন
কবি দা——-
ধন্যবাদ কবি লিটন ভাই।
হাজির জনাব! দেন একটা বাতাসা দেন!
হাহাহা খালিদ ভাই। দিল খুশ্ হুয়া। দুগ্গো পূজায় বাতাসা পাবেন।
ব্রাভো প্রিয় কবি প্রিয় সৌমিত্র।
* কবি দাদা, শুভ কামনা সবসময়…