রাত বিয়ানোর গল্প

রাত বিয়ানোর গল্প

রাত বিয়ানোর পূর্বেই রোজ রোজ আমার
একটি কবিতা বিয়ানো চাই….
ডিকশনারি ঘেটে-ঘুটে কিছু কঠিন শব্দের
দলা পাকানো চাই!

কবিতার শরীর কতোটা নরম হলো কী
শক্ত হলো….
পরাধীন হলো কী স্বাধীন হলো
কতো পাঠক মরে বেঁচে গেলো
অথবা
কতো পাঠক বেঁচে মরে গেলো… এসব আমার
ভাবনায় বিলকুল নাই!
আমার ভাষায় আমি বলি… আর কিছু হোক
অথবা না হোক
কিছু দাঁতপড়া শব্দের, বেখাপ্পা উপমার বিজয়
তো হলো!!

আজকাল একেই আমি ভালোবাসা বলি
আজকাল একেই আমি কবিতা বলি
আজকাল আমি আমাকেই কবিও বলি!

10 thoughts on “রাত বিয়ানোর গল্প

  1. কিছু দাঁতপড়া শব্দের, বেখাপ্পা উপমার বিজয়
    তো হলো!!————-

  2. 'আর কিছু হোক অথবা না হোক
    কিছু দাঁতপড়া শব্দের, বেখাপ্পা উপমার বিজয় তো হলো!!' গ্রেট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।