রাত বিয়ানোর গল্প
রাত বিয়ানোর পূর্বেই রোজ রোজ আমার
একটি কবিতা বিয়ানো চাই….
ডিকশনারি ঘেটে-ঘুটে কিছু কঠিন শব্দের
দলা পাকানো চাই!
কবিতার শরীর কতোটা নরম হলো কী
শক্ত হলো….
পরাধীন হলো কী স্বাধীন হলো
কতো পাঠক মরে বেঁচে গেলো
অথবা
কতো পাঠক বেঁচে মরে গেলো… এসব আমার
ভাবনায় বিলকুল নাই!
আমার ভাষায় আমি বলি… আর কিছু হোক
অথবা না হোক
কিছু দাঁতপড়া শব্দের, বেখাপ্পা উপমার বিজয়
তো হলো!!
আজকাল একেই আমি ভালোবাসা বলি
আজকাল একেই আমি কবিতা বলি
আজকাল আমি আমাকেই কবিও বলি!
কবিতার শিরোনাম আর কবিতা আমার কাছে ভাল লেগেছে কবি দা।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন
কিছু দাঁতপড়া শব্দের, বেখাপ্পা উপমার বিজয়
তো হলো!!————-
আন্তরিক কৃতজ্ঞতা কবি
শুভেচ্ছা রইলো কবি ভাই।
আন্তরিক কৃতজ্ঞতা
'আর কিছু হোক অথবা না হোক
কিছু দাঁতপড়া শব্দের, বেখাপ্পা উপমার বিজয় তো হলো!!' গ্রেট।
আন্তরিক কৃতজ্ঞতা ভাইয়া
* তাইতো হচ্ছে কবি বন্ধু…


আন্তরিক শুভেচ্ছা কবিবন্ধু