উচ্ছন্নে যা

কোথায় যাবি-কোথায় যাবি? বইপত্তর! কলেজ যাবি?
পাশ করলেই চাকরি চাবি? বাড়ী কাপড় খানার ভবি
মিটিং করে, মিছিল করে আন্দোলনের পোঁ ধরবি?
তার চেয়ে আয় ওসব ছাড়, বলিউডের স্বর্গদ্বার
সেক্স-ভায়োলেন্স আর ভাষণ, ভাবনা-চিন্তার নির্বাসন,
পপ দিলাম-রেপ দিলাম, তোর জন্যে ট্র্যাপ দিলাম
জেনারেশন গ্যাপ দিলাম, ব্যাগি-ড্রাগসের ক্যাপ দিলাম
বেকার বাউন্ডুলে মেডেল দুই, যা চলে যা এবার তুই
…………………………………………..উচ্ছন্নে যা!

কোথায় যাবি-কোথায় যাবি? লাঙল নিয়ে মাঠে যাবি?
কারখানাতে কাজে যাবি? প্রিয়মুখের কাছে যাবি!
কি লাভ ছাই ওসব করে! তার চেয়ে আয় ফালতু ছেড়ে…
কুঁড়ে ঘরেই হরেক দোকান, মজাবাক্সে স্বপ্ন মকান
নেটওয়ার্ক আর মেট্রো চ্যানেল,কেবল টিভির লম্বা প্যানেল,
দেশী কুত্তা দূর হটো, বিদেশী প্রভুর পা চাটো…
আয় রে সোনার উদার নীতি, গলা ধাক্কার বিদায়নীতি
সোনালী করমর্দনের নেশায়, যা না রে তুই যাবি কোথায়-
…………………………………………..উচ্ছন্নে যা!

__________________
©soumitrachakraborty

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

22 thoughts on “উচ্ছন্নে যা

  1. 'পপ দিলাম-রেপ দিলাম, তোর জন্যে ট্র্যাপ দিলাম
    জেনারেশন গ্যাপ দিলাম, ব্যাগি-ড্রাগসের ক্যাপ দিলাম
    বেকার বাউন্ডুলে মেডেল দুই, যা চলে যা এবার তুই
    …………………………………………..উচ্ছন্নে যা!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

    1. দারুণ জায়গার রিক্যাপ তুলে এনেছো প্রিয় ভাই। শুভেচ্ছা জেনো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে পচন ধরে গেছে। আমাদের এই পোড়া দেশে শিক্ষার কোন দাম নাই।
    শিক্ষিত সমাজ দিশেহারা। চাকরি পাচ্ছে না। অভাবী মা বাবার চাহিদা মেটাতে
    রাজনৈতিক দলে নাম লেখা নেতাদের কথা ওঠে আর বসে।
    রাজনৈতিক নেতার দল গোটা দেশটাকে উচ্ছন্নে পাঠাচ্ছে।
    ঘরে ঘরে তৈরি হচ্ছে সমাজবিরোধী মস্তান।

    সম-সাময়িক যুগের অগ্নিঝরা কবিতা।
    প্রিয়কবিকে শুভ দোল-পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

    1. শুভ দোল-পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাকেও কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. কোথাও যাবার পথ নেই দাদা। আমাদের ন্যায়নীতি এরমধ্যেই থেকে যাচ্ছে। আমরা বিদেশি প্রভুদের পা চাটতেই বেশি পছন্দ করি। তাদের কাছে ধরনাও দিয়ে থাকি। 

    বাস্তবতা নিয়ে আপনার লেখা কবিতা আমার হৃদয় স্পর্শ করেছে শ্রদ্ধেয় সৌমিত্র দাদা । আপনার জন্য শুভকামনা সারাক্ষণ। 

    1. এবার পেয়েছি সঠিক মূল্যায়ণ কবি নিতাই বাবু। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. সম – সাময়িক সময়ের বাস্তব চিত্র তুলে এনেছেন কবিতায় প্রিয় কবি দাদা সৌমিত্র চক্রবর্তী।এটাই  এখন বর্তমান প্রেক্ষাপট । চমৎকার নির্মাণ শৈলী।শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. এই তো খুশি হলাম বোন হাসনাহেনা রানু। ধন্যবাদ। :)

    1. এবার ঠিক আছে। ঠিকানা ওর ওটাই হোক খালিদ ভাই। :)

  5. দক্ষ শিল্পীর রং তুলিতে আঁকা বাস্তবতার প্রতিচ্ছবি।

    1. অসাধারণ মন্তব্য করেছেন কবি বাবু ভাই। :)

  6. জীবনের দুই রকম চিত্র; অসাধারণ উপস্থাপনার কারণে অনন্য হয়েছে।

    প্রথম চিত্রের নবম লাইনে “—- উচ্ছন্নে যা” এবং দ্বিতীয় চিত্রে আবার “—- উচ্ছন্নে যা” রীতিমত চমক লাগিয়ে দিয়েছে!

    ভীষণ মুগ্ধতা নিয়ে পড়লাম।

    1. যারপর নাই খুশি হলাম ডেজারট ভাই। কোথায় যে থাকেন !! আপনার মতো পাঠক পাই না।  

    1. ধন্যবাদ বোন ফারজানা শারমিন মৌসুমী।

  7. কুঁড়ে ঘরেই হরেক দোকান, মজাবাক্সে স্বপ্ন মকান
    নেটওয়ার্ক আর মেট্রো চ্যানেল,কেবল টিভির লম্বা প্যানেল,

     

    সত্যিই আজ প্রযুক্তি নামক কুঁড়ে ঘরে হরেক দোকান আর মজা বাক্সে হরেক স্বপ্নের সমাহার সাথে চ্যানেলগুলোতে চলে লম্বা সিরিয়াল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।