কোথায় যাবি-কোথায় যাবি? বইপত্তর! কলেজ যাবি?
পাশ করলেই চাকরি চাবি? বাড়ী কাপড় খানার ভবি
মিটিং করে, মিছিল করে আন্দোলনের পোঁ ধরবি?
তার চেয়ে আয় ওসব ছাড়, বলিউডের স্বর্গদ্বার
সেক্স-ভায়োলেন্স আর ভাষণ, ভাবনা-চিন্তার নির্বাসন,
পপ দিলাম-রেপ দিলাম, তোর জন্যে ট্র্যাপ দিলাম
জেনারেশন গ্যাপ দিলাম, ব্যাগি-ড্রাগসের ক্যাপ দিলাম
বেকার বাউন্ডুলে মেডেল দুই, যা চলে যা এবার তুই
…………………………………………..উচ্ছন্নে যা!
কোথায় যাবি-কোথায় যাবি? লাঙল নিয়ে মাঠে যাবি?
কারখানাতে কাজে যাবি? প্রিয়মুখের কাছে যাবি!
কি লাভ ছাই ওসব করে! তার চেয়ে আয় ফালতু ছেড়ে…
কুঁড়ে ঘরেই হরেক দোকান, মজাবাক্সে স্বপ্ন মকান
নেটওয়ার্ক আর মেট্রো চ্যানেল,কেবল টিভির লম্বা প্যানেল,
দেশী কুত্তা দূর হটো, বিদেশী প্রভুর পা চাটো…
আয় রে সোনার উদার নীতি, গলা ধাক্কার বিদায়নীতি
সোনালী করমর্দনের নেশায়, যা না রে তুই যাবি কোথায়-
…………………………………………..উচ্ছন্নে যা!
__________________
©soumitrachakraborty
'পপ দিলাম-রেপ দিলাম, তোর জন্যে ট্র্যাপ দিলাম
জেনারেশন গ্যাপ দিলাম, ব্যাগি-ড্রাগসের ক্যাপ দিলাম
বেকার বাউন্ডুলে মেডেল দুই, যা চলে যা এবার তুই
…………………………………………..উচ্ছন্নে যা!'
দারুণ জায়গার রিক্যাপ তুলে এনেছো প্রিয় ভাই। শুভেচ্ছা জেনো।
রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে পচন ধরে গেছে। আমাদের এই পোড়া দেশে শিক্ষার কোন দাম নাই।
শিক্ষিত সমাজ দিশেহারা। চাকরি পাচ্ছে না। অভাবী মা বাবার চাহিদা মেটাতে
রাজনৈতিক দলে নাম লেখা নেতাদের কথা ওঠে আর বসে।
রাজনৈতিক নেতার দল গোটা দেশটাকে উচ্ছন্নে পাঠাচ্ছে।
ঘরে ঘরে তৈরি হচ্ছে সমাজবিরোধী মস্তান।
সম-সাময়িক যুগের অগ্নিঝরা কবিতা।
প্রিয়কবিকে শুভ দোল-পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
শুভ দোল-পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাকেও কবি দা।
বেশ অনুপ্রাণিত হইলাম কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই।
কোথাও যাবার পথ নেই দাদা। আমাদের ন্যায়নীতি এরমধ্যেই থেকে যাচ্ছে। আমরা বিদেশি প্রভুদের পা চাটতেই বেশি পছন্দ করি। তাদের কাছে ধরনাও দিয়ে থাকি।
বাস্তবতা নিয়ে আপনার লেখা কবিতা আমার হৃদয় স্পর্শ করেছে শ্রদ্ধেয় সৌমিত্র দাদা । আপনার জন্য শুভকামনা সারাক্ষণ।
এবার পেয়েছি সঠিক মূল্যায়ণ কবি নিতাই বাবু। অভিনন্দন।
সম – সাময়িক সময়ের বাস্তব চিত্র তুলে এনেছেন কবিতায় প্রিয় কবি দাদা সৌমিত্র চক্রবর্তী।এটাই এখন বর্তমান প্রেক্ষাপট । চমৎকার নির্মাণ শৈলী।শুভেচ্ছা নিন।
এই তো খুশি হলাম বোন হাসনাহেনা রানু। ধন্যবাদ।
যা, উচ্ছন্নে যাবার জন্যই লম্ফ দিচ্ছিস তাহলে উচ্ছন্নেই যা, যাকে তুই স্বর্গ ভাবছিস!
এবার ঠিক আছে। ঠিকানা ওর ওটাই হোক খালিদ ভাই।
এক কথায় অসাধারণ সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ বোন শাকিলা তুবা।
দক্ষ শিল্পীর রং তুলিতে আঁকা বাস্তবতার প্রতিচ্ছবি।
অসাধারণ মন্তব্য করেছেন কবি বাবু ভাই।
জীবনের দুই রকম চিত্র; অসাধারণ উপস্থাপনার কারণে অনন্য হয়েছে।
প্রথম চিত্রের নবম লাইনে “—- উচ্ছন্নে যা” এবং দ্বিতীয় চিত্রে আবার “—- উচ্ছন্নে যা” রীতিমত চমক লাগিয়ে দিয়েছে!
ভীষণ মুগ্ধতা নিয়ে পড়লাম।
যারপর নাই খুশি হলাম ডেজারট ভাই। কোথায় যে থাকেন !! আপনার মতো পাঠক পাই না।
বাহ্ ভালো লাগলো……….
ধন্যবাদ বোন ফারজানা শারমিন মৌসুমী।
কুঁড়ে ঘরেই হরেক দোকান, মজাবাক্সে স্বপ্ন মকান
নেটওয়ার্ক আর মেট্রো চ্যানেল,কেবল টিভির লম্বা প্যানেল,
সত্যিই আজ প্রযুক্তি নামক কুঁড়ে ঘরে হরেক দোকান আর মজা বাক্সে হরেক স্বপ্নের সমাহার সাথে চ্যানেলগুলোতে চলে লম্বা সিরিয়াল
ঠিক বলেছেন কবি মোস্তাক ভাই।