তোমাকে সুতনুকা

তোমাকে সুতনুকা

খুব মিস করি এখন তোমাকে
বিছানা ছেড়ে মাটিতে পা
আর মাটি থেকে বিছানায় গা
বিছানোর মধ্যবর্তী সবটুকু জুড়ে
তোমার আদর, তোমার যত্ন
তোমার ফেলে আসা যন্ত্রণায়
কাটাকুটি মুখনক্সা
আইবলের সামনে তিরতিরে
পর্দায় খেলা করে, কাঁপে
কাঁপায় লু বওয়ার প্রস্তুতি মাসে।

এখন শেষ বসন্তের দিন কিম্বা
ক্ষয়াক্ষয়া প্রৌঢ়া যুবতীরাত
একটানা মনখারাপী সুর বাজিয়ে
এগিয়ে চলে সেই নদীর কিনারায়
যেখানে পড়ে গেলে
শুধু ভেসেই যেতে হয়।

সুতনুকা! আজ সন্ধ্যেয়
আমার স্বীকারোক্তি নোট কর,
যেটুকু সময় পড়ে গেছে ডাস্টবিনে –
যাক, বাকিটুকু তোমাকেই দিলাম।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

23 thoughts on “তোমাকে সুতনুকা

  1. সুতনুকা! দরিদ্র্যের এই পোস্টেও মন্তব্য নাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    1. যাক বাঁচা গেলো। এখন আর নিঃসঙ্গ লাগছে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    2. প্রিয় ভাই (আজাদ ভাই) তোমাকে মিস করছি। এসো।

    3. তোমার কান্নায় আমিও ভারাক্রান্ত হলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif এসে গেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_PC Hack.gif.gif

  2. সুতনুকা ভালো থাকুক, যেটুকু সময় পড়ে গেছে ডাস্টবিনে সানন্দে গ্রহণ করুক।  :)

    1. হেহেহে এটা ভালো কামনা করেছেন সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

  3. সুতনুকার জন্য ভালোবাসা কবি সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. সুতনুকারের জন্য আমার বেশ কিছু কথা জমে আছে। ব্লগে ঢুকে সাধারণত আমি সবগুলি লেখার শর্টভিউ ("বিস্তারিত" ক্লিক না করে) দেখে নেই। যেকোন কারণেই হোক, বিরক্ত হয়ে চলে যাচ্ছিলাম। ফিরে এলাম। কারণ সুতনুকারকে সবিস্তারে না হোক, অল্পকিছু না বলে যাই কী করে!

    কবিতাটার শেষের মোচড়ে অমৃত পেলাম!

    1. আশ্বস্ত হলাম ডেজারট ভাই। আপনি অন্তত দু কলম লিখেছেন। আপনার সুতনুকা'র জন্য শুভেচ্ছা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. সুতনুকা! আজ সন্ধ্যেয়
    আমার স্বীকারোক্তি নোট কর,
    যেটুকু সময় পড়ে গেছে ডাস্টবিনে –
    যাক, বাকিটুকু তোমাকেই দিলাম।

    ডুপ্লেক্স শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ডুপ্লেক্স শুভেচ্ছা !! ডুপ্লেক্স শুভেচ্ছা !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif নতুন শুভেচ্ছা পেয়ে গেলাম প্রিয় ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

  6. শেষ লাইনে মনটা আটকে গেছে প্রিয় কবি,,,,, 

     

    মুগ্ধ হলাম পাঠে,,, শুভেচ্ছা জানবেন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

    1. ধন্যবাদ কবি সুজন হোসাইন ভাই। আপনি খুব দ্রুত পড়েন। একদিন সুযোগ পেলে আপনি সত্যসত্যিই পড়েছেন কিনা সেই পরীক্ষা নেবো। ধন্যবাদ। :)

      1. নিয়েন শ্রদ্ধেয় কবি ভাইয়া,, আমি প্রস্তুত আছি ,,,,এতে করে আমি কিছু শিখতে পারবো, ,,তবে আমি না পড়ে কোনো মন্তব্য করি না শ্রদ্ধেয়,,, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানবেন,,,          

      2. ভয় দেখিয়েছি কবি সুজন ভাই। নট টু বী সরি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  7. মনোমুগ্ধকর একটা কবিতা উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় কবি দাদা।

    1. আপনাকেও ধন্যবাদ কবি নিতাই বাবু। প্রণাম নিন।

  8. কাব্য ভাবনা ভালো। শব্দচয়ন ও ভাষাপ্রয়োগ কবিতাটিকে হৃদয়গ্রাহী করে তুলেছে।অকপট ভাবে কাব্য সুন্দরভাবে বর্ণিত হয়েছে। প্রিয়কবিকে অনেক অনেক অভিনন্দন।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

    1. আপনার জন্য শুভকামনা প্রিয় কবি ভাণ্ডারী দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  9. হ‍্যালো… !

    সুতনুকা এত কান্না কাটি কেন ? তোমার জন্য আমি এক পৃথিবী ভালবাসা নিয়ে হাজির হয়েছি…. দেখো ,দেখো । সুতনুকার জন‍্য ও শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

     

    হুম, শেষের পংক্তি মালায় আটকে ছিলাম কিছুক্ষণ সময়। চমৎকার প্রয়াস প্রিয় কবি সৌমিত্র দাদা।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. মন্তব্যে মুগ্ধ হলাম কবিবোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।