হাট

হাট

ভরত রাজার লম্বা দাড়ি
চড়েন অশ্বডিম্ব গাড়ী,
গাড়ী চালায় হিন্দোবদন
ক্লিনার তাতে ভাগ্নে বুধন।
হাট বসবে দু মাস ধরে
গণতন্ত্রের বদ্ধ ঘরে,
অনুগত জুটিয়ে এনে
সামন্তরাজ বেচে কেনে।

উড়বে কোটি হাওয়ার ধুলো
পপ গাইবে মেনি-হুলো,
বাজবে কাঁসর ড্রাম ফাটা
ব্যানার প্ল্যাকার্ড নক্সা কাটা।
শামিয়ানায় বস্তা পাতা
শহর থেকে আসবে মাথা,
রাজকোষের মধু গুড়ে
মানুষ মাছি বেড়ায় উড়ে।

কপ্টারেতে চাষীর মেয়ে
ধান কাটতে এল ধেয়ে,
খরচ পারদ যতই চড়ে
নিঃসম্বল ভিক্ষে করে।
রাজা রাণী উঠলে পাটে
গরীব মাথা কাটবে হাতে,
রক্কে কর রবিঠাকুর
ব্যর্থ নকল চোঁয়া ঢেকুর।

(সউমিত্তিরদুর্গাপুরী)

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

20 thoughts on “হাট

    1. ভালোবাসা, আনন্দ, শুভকামনা প্রিয় ভাইয়া মুরুব্বী। 

  1. স্মরণ কালের সেরা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে নিশ্চয়ই। 

    1. ধন্যবাদ সুমন আহমেদ। শুভকামনা সতত। 

    1. এবং মানুষ আরও গরীব হবে। ধন্যবাদ, প্রীতি বন্ধু শাকিলা তুবা। 

  2. উচিৎ কথা কইতে মানা

    আছে কিন্তু সবার জানা

      তবু বললেন সৌমিত্র দা

    সেরা কমেন্ট মুরুব্বির টা।   

    1. হাহাহা। দারুণ কবি বাবু ভাই। এক্সিলেন্ট জিনিয়াস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. মুগ্ধ হয়ে পড়লাম শুধু শ্রদ্ধেয় কবি,,,, 

    শুভেচ্ছা জানবেনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif   

  4. একবার পাঁচ তারা দিয়ে আরেক দেয়ার ইচ্ছে হল। 

    ভাব ও বিদ্রুপের অসাধারণ (আরেকটা) লেখা পড়লাম।

    "হাট বসবে দু মাস ধরে
    গণতন্ত্রের বদ্ধ ঘরে,
    অনুগত জুটিয়ে এনে
    সামন্তরাজ বেচে কেনে।"

     

    1. প্রথম পাঁচ তারা ই সই। ধন্যবাদ মাই ডিয়ার ডেজারট ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. "কপ্টারেতে চাষীর মেয়ে
    ধান কাটতে এল ধেয়ে,
    খরচ পারদ যতই চড়ে
    নিঃসম্বল ভিক্ষে করে।"——- কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। চমৎকার !      

    1. দারিদ্রতা। পীড়িত মানুষের ভাগ্য কখনও ফেরে না বোন রুকশানা হক। :)

  6. অসাধারণ এই লেখনী 

    এমন লেখা কেউ দেখেনি 

    লিখেছে কবি সৌমিত্র দা

    শুভকামনা থাকলো সদা।

  7. উড়বে কোটি হাওয়ার ধুলো ——- অসাধারণ এক হাট বসিয়েছেন প্রিয় কবি সৌমিত্র দাদা। মুগ্ধ……https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. এ্ই হাট আজকে আবার জমে উঠবে বোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।