হাট
ভরত রাজার লম্বা দাড়ি
চড়েন অশ্বডিম্ব গাড়ী,
গাড়ী চালায় হিন্দোবদন
ক্লিনার তাতে ভাগ্নে বুধন।
হাট বসবে দু মাস ধরে
গণতন্ত্রের বদ্ধ ঘরে,
অনুগত জুটিয়ে এনে
সামন্তরাজ বেচে কেনে।
উড়বে কোটি হাওয়ার ধুলো
পপ গাইবে মেনি-হুলো,
বাজবে কাঁসর ড্রাম ফাটা
ব্যানার প্ল্যাকার্ড নক্সা কাটা।
শামিয়ানায় বস্তা পাতা
শহর থেকে আসবে মাথা,
রাজকোষের মধু গুড়ে
মানুষ মাছি বেড়ায় উড়ে।
কপ্টারেতে চাষীর মেয়ে
ধান কাটতে এল ধেয়ে,
খরচ পারদ যতই চড়ে
নিঃসম্বল ভিক্ষে করে।
রাজা রাণী উঠলে পাটে
গরীব মাথা কাটবে হাতে,
রক্কে কর রবিঠাকুর
ব্যর্থ নকল চোঁয়া ঢেকুর।
(সউমিত্তিরদুর্গাপুরী)
ভালোবাসা, আনন্দ, শুভকামনা প্রিয় ভাইয়া মুরুব্বী।
স্মরণ কালের সেরা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে নিশ্চয়ই।
ধন্যবাদ সুমন আহমেদ। শুভকামনা সতত।
উড়বে কোটি হাওয়ার ধুলো। সন্দেহ নাই।
এবং মানুষ আরও গরীব হবে। ধন্যবাদ, প্রীতি বন্ধু শাকিলা তুবা।
উচিৎ কথা কইতে মানা
আছে কিন্তু সবার জানা
তবু বললেন সৌমিত্র দা
সেরা কমেন্ট মুরুব্বির টা।
হাহাহা। দারুণ কবি বাবু ভাই। এক্সিলেন্ট জিনিয়াস।
মুগ্ধ হয়ে পড়লাম শুধু শ্রদ্ধেয় কবি,,,,
শুভেচ্ছা জানবেন
ধন্যবাদ কবি সুজন ভাই।
একবার পাঁচ তারা দিয়ে আরেক দেয়ার ইচ্ছে হল।
ভাব ও বিদ্রুপের অসাধারণ (আরেকটা) লেখা পড়লাম।
"হাট বসবে দু মাস ধরে
গণতন্ত্রের বদ্ধ ঘরে,
অনুগত জুটিয়ে এনে
সামন্তরাজ বেচে কেনে।"
প্রথম পাঁচ তারা ই সই। ধন্যবাদ মাই ডিয়ার ডেজারট ভাই।
"কপ্টারেতে চাষীর মেয়ে
ধান কাটতে এল ধেয়ে,
খরচ পারদ যতই চড়ে
নিঃসম্বল ভিক্ষে করে।"——- কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। চমৎকার !
দারিদ্রতা। পীড়িত মানুষের ভাগ্য কখনও ফেরে না বোন রুকশানা হক।
অসাধারণ এই লেখনী
এমন লেখা কেউ দেখেনি
লিখেছে কবি সৌমিত্র দা
শুভকামনা থাকলো সদা।
বাহ কবি নিতাই দা।
দারুণ দারুণ
ধন্যবাদ বেরা দা।
উড়বে কোটি হাওয়ার ধুলো ——- অসাধারণ এক হাট বসিয়েছেন প্রিয় কবি সৌমিত্র দাদা। মুগ্ধ……
এ্ই হাট আজকে আবার জমে উঠবে বোন হাসনাহেনা রানু।