নববর্ষ
মাঝেমধ্যে এরকম ছুটির সকাল
লুচি মাংসভাত ধুতির ইচ্ছেয়
পাটভাঙা আদ্দির গন্ধমাখা
সুকুমারী রোদ্দুর মেখে
টুকটুক টোকা দেয় আলকাতরার
ঘন কালো বিষণ্ন দরজায়।
চৌকাঠে হামা দেয় অবশিষ্ট হাড় কখানা
সম্বল, পূর্বজ ট্র্যাডিশন আর একবার
শেষবার ফিরে পেতে।
মেরুদণ্ড বন্ধক পড়েছে কবেই
এখন ঔপনিবেশিক বুলিতেই
হাই ডিয়ার হ্যাপি বেং নিউ ইয়ার।
চল্ শালা! এভাবেই গড়িয়ে বাঁচি!
বেঁচে থাকাটাই পূর্ব শর্ত। শুভ নববর্ষ কবি সৌমিত্র চক্রবর্তী। ভালোবাসা।
শুভ নববর্ষ প্রিয় ভাই।
অভিনন্দন কবি সৌমিত্র। ভালো থাকুন এই শুভেচ্ছা।
ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা।
টুকটুক টোকা দেয় আলকাতরার ঘন কালো বিষণ্ন দরজায়। কবি সৌমিত্র চক্রবর্তী।
শুভ নববর্ষ।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ নববর্ষ।
ধন্যবাদ বোন সাজিয়া আফরিন।
জ্বি দাদা শুভ নববর্ষ
ধন্যবাদ কবি লিটন ভাই।
চমৎকার দাদা!
ধন্যবাদ অর্ক ভাই।
শুভ নববর্ষের আন্তরিকতায় পূর্ণ হয়ে উঠুক আগামী দিনগুলি।
নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
শুভ নববর্ষের আন্তরিকতায় পূর্ণ হয়ে উঠুক আগামী দিনগুলি। ধন্যবাদ কবি।
"নববর্ষ " কবিতাটি চমৎকার লেগেছে সৌমিত্র দাদা।
শুভ নববর্ষের শুভেচ্ছা।
কৃতজ্ঞতা কবি বোন হাসনাহেনা রানু।
কী করে যে এমন কবিতা লিখেন!!?! অবাক মুগ্ধতা নিয়ে পড়ি!
কবিতার কোন উপদানটা সুউচ্চ নয়? পড়ি আর নিজেকে প্রশ্ন করি! কিন্তু খুঁজে পাইনা!
কারেকশনঃ "কিন্তু খুঁজে পাইনা!"—এর জয়গায় কিন্তু উত্তর খুঁজে পাইনা পড়ুন!
পড়ে নিয়েছি প্রিয় ডেজারট ভাই। কাজে টাজের ব্যস্ততায়ও চলে ওসব। কী লিখি সেটাই তো বুঝি না।
ভালোবাসা। 