নববর্ষ

নববর্ষ

মাঝেমধ্যে এরকম ছুটির সকাল
লুচি মাংসভাত ধুতির ইচ্ছেয়
পাটভাঙা আদ্দির গন্ধমাখা
সুকুমারী রোদ্দুর মেখে
টুকটুক টোকা দেয় আলকাতরার
ঘন কালো বিষণ্ন দরজায়।

চৌকাঠে হামা দেয় অবশিষ্ট হাড় কখানা
সম্বল, পূর্বজ ট্র্যাডিশন আর একবার
শেষবার ফিরে পেতে।
মেরুদণ্ড বন্ধক পড়েছে কবেই
এখন ঔপনিবেশিক বুলিতেই
হাই ডিয়ার হ্যাপি বেং নিউ ইয়ার।
চল্ শালা! এভাবেই গড়িয়ে বাঁচি!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

19 thoughts on “নববর্ষ

  1. বেঁচে থাকাটাই পূর্ব শর্ত। শুভ নববর্ষ কবি সৌমিত্র চক্রবর্তী। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অভিনন্দন কবি সৌমিত্র। ভালো থাকুন এই শুভেচ্ছা।

  3. টুকটুক টোকা দেয় আলকাতরার ঘন কালো বিষণ্ন দরজায়। কবি সৌমিত্র চক্রবর্তী।
    শুভ নববর্ষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ নববর্ষ। 

  5. শুভ নববর্ষের আন্তরিকতায় পূর্ণ হয়ে উঠুক আগামী দিনগুলি।
    নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

    1. শুভ নববর্ষের আন্তরিকতায় পূর্ণ হয়ে উঠুক আগামী দিনগুলি। ধন্যবাদ কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. "নববর্ষ " কবিতাটি চমৎকার লেগেছে সৌমিত্র দাদা।

    শুভ নববর্ষের শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. কী করে যে এমন কবিতা লিখেন!!?! অবাক মুগ্ধতা নিয়ে পড়ি!

    কবিতার কোন উপদানটা সুউচ্চ নয়? পড়ি আর নিজেকে প্রশ্ন করি! কিন্তু খুঁজে পাইনা!

     

    1. কারেকশনঃ "কিন্তু খুঁজে পাইনা!"—এর জয়গায় কিন্তু উত্তর খুঁজে পাইনা পড়ুন!

    2. পড়ে নিয়েছি প্রিয় ডেজারট ভাই। কাজে টাজের ব্যস্ততায়ও চলে ওসব। কী লিখি সেটাই তো বুঝি না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।