শবানুগমন

শবানুগমন

হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনাই নেই আমার।

সেই কোন দূর কিশোরবেলায় নিঃসঙ্গ
কোয়ার্টারের একলাছুট বারান্দায় খেলতে খেলতে
হাত ফসকে স্ফটিক – নক্ষত্রজল –
রক্তারক্তি উপাখ্যানের শেষে একরাশ অনুযোগ
শুনতে শুনতেই জেনেছিলাম
ফলসা পলাশমিঞা রঙরসিয়া রোদ্দুরের
রিমঝিম কাজরী মায়ায় বিবশ হার্টকেই ভেঙে ফেলেছি…

সেই থেকে …

আনা সের পাই ছিল পূর্বজের পকেট হিসেব,
আমাদের দুঃস্থ দিন আনি দিন খাইয়ের
পেট্রোল, উত্যক্ত ডালের উর্দ্ধগ্রাফ
ভাঙাচোরা সাকুল্য প্রেমের হতশ্রদ্ধ ভবিতব্যে
কোনোক্রমে শুধুই লোডশেডিং দিনাতিপাত,
অন্ধকারে হৃদয়ের কারবার নেই, দরকারই পড়েনা!

হেঁটে যেতে ভয় পেলে স্তব্ধ উপত্যকায়
হেঁকে যেতে হয় ভুলে যাওয়া অতীতগান টুটাফুটা বেসুরো গলায়,
না চাওয়া ছায়ারা তবুও রাস্তার পাশে
সাধ্বী গাছেদের শাখা প্রশাখায়
ক্রমাগত ভয় নিয়ে নেমে আসে আঁচল উড়িয়ে।

সেই সব মৃত সময় …
নদীর পিঠে সওয়ার
মৃত মাছেদের অন্তিম
আত্মার ছায়া হয়ে
জ্বালাতন করে এ প্রান্তনিবাসে …
আগুন নামানো আকাশের
উপনিবেশ শেষ সূর্য আলোয়
নিঃশব্দে গেল বিসর্জনে।
আজ তো একলা রাঙামাটি পথ
টুপটাপ ঝরা শুকনো
পাতায় ভরা অন্ধগলি …

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

16 thoughts on “শবানুগমন

  1. গম্ভীর একটি কবিতা। ভালা লাগা প্রিয় সৌমিত্র চক্রবর্তী। 

    1. ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনাই নেই আমার।

    আজ তো একলা রাঙামাটি পথ
    টুপটাপ ঝরা শুকনো, পাতায় ভরা অন্ধগলি। তারপরও ভালো থাকা চাই সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. তুমিও ভালো থেকো প্রিয় ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. সুন্দর একটি কবিতা পড়লাম। আমার প্রিয় কবিকে শুভেচ্ছা অভিনন্দন। 

    1. অপাংক্তেয় কিছু একটা পড়েছেন জন্য ধন্যবাদ প্রিয় নিতাই বাবু। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. বেশ অনুপ্রাণিত হইলাম কবি দা

    1. ধন্যবাদ কবি আলমগীর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. মুগ্ধ হলাম কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. আপনি খুবই ভালো লেখেন সৌমিত্র ভাই। 

  7. বাহ্ সুন্দর প্রকাশ………

  8. কবিতাটি বেশ ভালো লাগলো আমার। 

    শুভেচ্ছা জানবেন প্রিয় কবি ভাইয়া https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

    1. ধন্যবাদ কবি পথিক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।