ছন্দের ছানাবড়া, শব্দের সন্দেশ
ছন্দেই খাওয়াব কবিতার দরবেশ।
তার আগে করে নাও অক্ষরে আচমন
ছন্দের গন্ধেই ভেঙে যায় কাঁচ মন।
এনেছি গরম আজ বাক্যের বেগুনী
ছড়ার কড়াতে ভাজা স্বাদ হয় দুগুনি।
খাওয়া সবে শুরু হল দাও পাতে শুক্তো
নুন লেবু পাশে থাক,কাছা কর মুক্ত।
এতসব খাওয়া দাওয়া এইখানে চলছে
আগে কিছু বুঝিনিকো মাথা তাই টলছে।
উপভোগ করতেই এইখানে এসেছি
এতদিন উপোসের শোধ তাই তুলছি।
মাঝে মাঝে মেনু লিস্ট পাচ্ছিনা দেখতে
ফেবু খুব পাজী, বলে রিলোড করতে।
খাওয়া শেষে হেউ হেউ অসাম সুন্দর
খাব দাব লুটে নেব ফেবুর বান্দর।
আরে নানা থাক থাক আজ নয় কান্না
আজ শুধু হয়ে যাক রকমারী রান্না।
ভেজালের দুনিয়াতে আমরা ভেজাল খাই
খাঁটি খেলে জেনে রেখ পটলডাঙায় যাই।
কবিদের রান্নায় পাঠকের সঙ্গত
কি করি কোথা যাই,লোভ বাড়ে বদখত।
.
©Soumitra Chakraborty
মাঝেমাঝে লেখার স্বাদ এবং রুচি বদলাতে হয়। যেমন আপনার লেখা গুলোন এই কারণেই ভালো লাগে। শুভেচ্ছা সৌমিত্র দা।
অনেক ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
ভেজালের দুনিয়াতে আমরা ভেজাল খাই,
খাঁটি খেলে জেনে রেখ পটলডাঙায় যাই।
খুউব সুন্দর প্রিয় কবি জন সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা প্রিয় আজাদ ভাই।
আপনার পদ্যের ভাষাও ভীষণ সাবলীল !! ভালো লাগে পড়তে কবি।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
খাওয়া সবে শুরু হল দাও পাতে শুক্তো
নুন লেবু পাশে থাক, কাছা কর মুক্ত।
আবু সাঈদ আহমেদ ভাই।
ইন্টারেস্টিং কবিতা সৌমিত্র চক্রবর্তী।
কিছুটা তো বটেই কবি বোন শাকিলা তুবা।
দূর্দান্ত কবি! শুভেচ্ছা রইলো।
ভালোবাসা কবি অর্ক ভাই।
কবে করাবেন এই ভুরিভোজ? আমি কিন্তু একদিন ঠিকি ওপার বাংলার আসবো!
আসুন শাহাদাত হোসাইন ভাই। ভুরিভোজ হবেই হবে।
""ভেজালের দুনিয়াতে আমরা ভেজাল খাই
খাঁটি খেলে জেনে রেখ পটলডাঙায় যাই।"
সুন্দর অনুভূতি।
শুভেচ্ছা কবি বোন রুকশানা হক।
খাওয়া শেষে হেউ হেউ অসাম সুন্দর

খাব দাব লুটে নেব ফেবুর বান্দর।
ওকে খেয়ালী মন ভাই। অনেকদিন পর। হুম।
খাওয়া সমাচার ভালো লেগেছে।
ভালোবাসা মাহমুদুর রহমান ভাই।