কিম্বা কিছু নর্তকীর গল্প বলার আসর। মাঝরাতে মাঝরাস্তায় শুনসান অ্যাসফল্টে পরপর গেঁথে থাকা সোডিয়াম স্ট্রিট লাইটের ঝুঁকে পড়ে মৃত্যুর ছবি দেখা। ভরা আদালতের সেগুনের কাঠগড়ায় লাখো কয়েদীর আনাগোনার মধ্যেই উড়ে বেড়ায় ডিপ্রেশনের বেগুনী কুয়াশা।
অথচ প্রেম, অথচ অবাধ্য প্রেম কিভাবে যেন লখীন্দরের বাসরের সূচ পরিমাণ ছিদ্র গলে ঢোকে! অথচ প্রেম, অথচ অবধ্য প্রেম অবোধ ভালোবাসায় রিনিঠিনি শব্দে বেলজিয়াম কাটগ্লাস ভেঙে চন্দ্রবিন্দুর টোটাল আদরের গান ধরে।
মৃত্যু হাঁটে, জীবন হাঁটে, মাথার ভারী চাপে চ্যাপটা বালিশে লেপটে থাকে গতজন্মের চুলের কন্ডিশনারের গন্ধ। ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠানামা করে নিখুঁত ষড়যন্ত্রের পায়ের একজিমা। মাথার পাগলা চুল পেছনে ছুঁড়ে বনতলির শুঁড়ি পথ দিয়ে ঝমঝম আওয়াজ তুলে কুচিপুডি নাচের তালে এগোয় একাকী নাচওয়ালী শজারু।
আকাশ জুড়ে ঝাঁপিয়ে নামে ঘনঘোর অন্ত্যমিল মেঘ। যে জন আছে নির্জনে, সে থেকে যায় নির্জনেই। কামুক মাটির গর্ভ ব্যেপে কাল বৃষ্টি নামবে।
.
© Soumitra Chakraborty
অসাধারণ কথা কাব্যের দ্বিতীয় পাঠ পড়লাম কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা ভালোবাসা কবি সুমন ভাই।
আকাশ জুড়ে ঝাঁপিয়ে নামে ঘনঘোর অন্ত্যমিল মেঘ। যে জন আছে নির্জনে, সে থেকে যায় নির্জনেই। কামুক মাটির গর্ভ ব্যেপে কাল বৃষ্টি নামবে। আজই নেমে গেছে বৃষ্টি।
বাহ্ তাই নাকি !! অভিনন্দন প্রিয় ভাই।
আপনার লেখা পড়লে মনে হয় সত্য সাহিত্য পড়লাম সৌমিত্র দা।
খুশি হলাম কবিবোন সাজিয়া আফরিন।
আকাশ জুড়ে ঝাঁপিয়ে নামে ঘনঘোর অন্ত্যমিল মেঘ। যে জন আছে নির্জনে, সে থেকে যায় নির্জনেই
সত্যিই যে নির্জনে থাকে সে আজীবনই নির্জনেই থাকে
ভালোবাসা কবি জুবেরি মোস্তাক ভাই।
বুঝলুম না সৌমিত্র দা


হাহাহা। এ আমার ব্যর্থতা।