নন্সেন্সিয়েটিক কাব্য ২

কিম্বা কিছু নর্তকীর গল্প বলার আসর। মাঝরাতে মাঝরাস্তায় শুনসান অ্যাসফল্টে পরপর গেঁথে থাকা সোডিয়াম স্ট্রিট লাইটের ঝুঁকে পড়ে মৃত্যুর ছবি দেখা। ভরা আদালতের সেগুনের কাঠগড়ায় লাখো কয়েদীর আনাগোনার মধ্যেই উড়ে বেড়ায় ডিপ্রেশনের বেগুনী কুয়াশা।

অথচ প্রেম, অথচ অবাধ্য প্রেম কিভাবে যেন লখীন্দরের বাসরের সূচ পরিমাণ ছিদ্র গলে ঢোকে! অথচ প্রেম, অথচ অবধ্য প্রেম অবোধ ভালোবাসায় রিনিঠিনি শব্দে বেলজিয়াম কাটগ্লাস ভেঙে চন্দ্রবিন্দুর টোটাল আদরের গান ধরে।

মৃত্যু হাঁটে, জীবন হাঁটে, মাথার ভারী চাপে চ্যাপটা বালিশে লেপটে থাকে গতজন্মের চুলের কন্ডিশনারের গন্ধ। ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠানামা করে নিখুঁত ষড়যন্ত্রের পায়ের একজিমা। মাথার পাগলা চুল পেছনে ছুঁড়ে বনতলির শুঁড়ি পথ দিয়ে ঝমঝম আওয়াজ তুলে কুচিপুডি নাচের তালে এগোয় একাকী নাচওয়ালী শজারু।

আকাশ জুড়ে ঝাঁপিয়ে নামে ঘনঘোর অন্ত্যমিল মেঘ। যে জন আছে নির্জনে, সে থেকে যায় নির্জনেই। কামুক মাটির গর্ভ ব্যেপে কাল বৃষ্টি নামবে।

.
© Soumitra Chakraborty

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

10 thoughts on “নন্সেন্সিয়েটিক কাব্য ২

  1. অসাধারণ কথা কাব্যের দ্বিতীয় পাঠ পড়লাম কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. ভালোবাসা ভালোবাসা কবি সুমন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. আকাশ জুড়ে ঝাঁপিয়ে নামে ঘনঘোর অন্ত্যমিল মেঘ। যে জন আছে নির্জনে, সে থেকে যায় নির্জনেই। কামুক মাটির গর্ভ ব্যেপে কাল বৃষ্টি নামবে। আজই নেমে গেছে বৃষ্টি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. বাহ্ তাই নাকি !! অভিনন্দন প্রিয় ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. আপনার লেখা পড়লে মনে হয় সত্য সাহিত্য পড়লাম সৌমিত্র দা। :)

    1. খুশি হলাম কবিবোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আকাশ জুড়ে ঝাঁপিয়ে নামে ঘনঘোর অন্ত্যমিল মেঘ। যে জন আছে নির্জনে, সে থেকে যায় নির্জনেই

     

    সত্যিই যে নির্জনে থাকে সে আজীবনই নির্জনেই থাকে

    1. ভালোবাসা কবি জুবেরি মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।