দ্বেষ দেশ
কয়েকটা বিকৃত ছবি, কিছু অক্ষর, কিছু যান্ত্রিক স্বাক্ষর
আমার দেশ
ও আমার দেশ বিপর্যস্ত সারা শরীরে খণ্ড বিখণ্ড দাগ, মিঞা কিম্বা মেঘ মল্লার রাগ
ঘনঘোর বিদ্যুৎ চমক, ক্ষমতার হাড়হিম গমক
আর রক্ত রক্ত রক্ত –
তাতা তোর প্রশ্ন আছাড়িপিছাড়ি কাঁদে, মশানে ইতস্ততঃ কাটা মুণ্ড বাঁধে
মধ্য থেকে বর্তমান যুগের লরখরাতে হুয়ে সেতু
আমার দেশ
আমার দেশ
আমার দেশ
বললেই কোনো বধ্যভূমি আমার দেশ হয়ে উঠতে পারে না।
.
©Soumitra Chakraborty
আমার দেশ বললেই কোনো বধ্যভূমি আমার দেশ হয়ে উঠতে পারে না।
ঠিকই বলেছো প্রিয় ভাই।
দেশের কদর্য রূপটাকে তুলে ধরেছেন কবিতার পাতায়।
কবিকে অশেষ ধন্যবাদ।
দেশের বুকে চলেছে অনাচার অবিচার।
রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে পচন ধরে গেছে।
দেশকে গড়ে তোলার দায়িত্ব
আমাদের সকলের।
সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
জয়গুরু!
ভালোবাসা কবি দা।
আপনার কবিতায় দেশের বর্তমান চিত্র ফুটে উঠেছে শ্রদ্ধেয় কবি দাদা। আপনাকে শুভেচ্ছা।
আপনার জন্যও শুভেচ্ছা দাদা।
দেশের প্রতি এমন তিক্ত অভিজ্ঞতা জন্মালে এর থেকে ভালো কিছু বলা যায় না।
এভাবেই বেঁচে আছি বোন সাজিয়া আফরিন।
অসহনীয় একটি পরিবেশে আমরা বাস করছি।
আমরাও কবি সুমন আহমেদ ভাই।
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা—
কবিতায় ভালোলাগা সৌমিত্র দা
ভালোবাসা কবি জাহিদ অনিক ভাই।