দ্বেষ দেশ

দ্বেষ দেশ

কয়েকটা বিকৃত ছবি, কিছু অক্ষর, কিছু যান্ত্রিক স্বাক্ষর
আমার দেশ
ও আমার দেশ বিপর্যস্ত সারা শরীরে খণ্ড বিখণ্ড দাগ, মিঞা কিম্বা মেঘ মল্লার রাগ
ঘনঘোর বিদ্যুৎ চমক, ক্ষমতার হাড়হিম গমক
আর রক্ত রক্ত রক্ত –
তাতা তোর প্রশ্ন আছাড়িপিছাড়ি কাঁদে, মশানে ইতস্ততঃ কাটা মুণ্ড বাঁধে
মধ্য থেকে বর্তমান যুগের লরখরাতে হুয়ে সেতু
আমার দেশ
আমার দেশ
আমার দেশ
বললেই কোনো বধ্যভূমি আমার দেশ হয়ে উঠতে পারে না।

.
©Soumitra Chakraborty

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “দ্বেষ দেশ

  1. দেশের কদর্য রূপটাকে তুলে ধরেছেন কবিতার পাতায়।
    কবিকে অশেষ ধন্যবাদ।

    দেশের বুকে চলেছে অনাচার অবিচার।
    রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে পচন ধরে গেছে।
    দেশকে গড়ে তোলার দায়িত্ব
    আমাদের সকলের।

    সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
    জয়গুরু!

  2. আপনার কবিতায় দেশের বর্তমান চিত্র ফুটে উঠেছে শ্রদ্ধেয় কবি দাদা। আপনাকে শুভেচ্ছা।    

  3. দেশের প্রতি এমন তিক্ত অভিজ্ঞতা জন্মালে এর থেকে ভালো কিছু বলা যায় না। :(

  4.  

    ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা— 

     

    কবিতায় ভালোলাগা সৌমিত্র দা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।