শুধুমাত্র আমিই যা দেখতে পাই সেসব আমার গভীর রাতের স্বপ্নের লালন। আমাদের হাসি গান ভয় বিদ্রুপের ঠান্ডা কিম্বা উষ্ণ সময় জুড়ে যে নকশি কাঁথারা ছড়িয়ে আছে তাদের পালন করি নিউরনের নাতিশীতোষ্ণ কুঠরিতে। তাদেরই সন্তান সন্ততি অথবা পৌত্র প্রপৌত্রের কেউ কেউ বয়স জনিত বালখিল্যপনায় সেই বন্ধ ঘরের জানলা টপকে, শাড়ি বা স্রেফ দরজার পর্দা পাকিয়ে ব্যালকনিগুলো থেকে লাফ দেয় নীচে, পালায়…পালায়।
পালানোর রাস্তায় পেয়ে যায় এক ছোট্ট নামগোত্রহীন ম্যাজিক ঝোরা। মাঝরাতের প্রোটেস্ট্যান্ট চার্চের ঘন্টা বাজে গুনে গুনে বারোবার। আর ওমনি ঝুপ্পুস নামে একলা ইয়েতি, একলা ইউনিকর্ণ, একলা দেড় আঙলা দেড়েল মানুষ। বিগত ছায়ার যত ফেলে আসা না কথা, অবজ্ঞা, অকারণ কুৎসা, একগাল হাসি আর নাভিমূলে আদরের ক্ষতচিহ্নের দল পেছনে মিলিয়ে যেতে যেতে বিন্দু হয়।
সামনে অচলায়তনের মস্ত বার দুয়ারী কপাট হাট করে খুলে কুর্ণিশ ঠোকে আজন্ম ক্রীতদাস দুই শান্ত্রী। ঘোড়ার কেশরে ছলকায় অনন্য চাঁপার সুগন্ধি। স্বপ্ন জড়িয়ে, স্বপ্নের গায়ে পা তুলে চুমু খাই। ফের ঘুমোই কালকের রোদ্দুর ছোঁব বলে।
ফের ঘুমাই কালকের রোদ্দুর ছোঁব বলে। সুন্দর লেখা।
ভালোবাসা কবি ফারুক মোহাম্মদ ওমর ভাই।
বেশ ভাল লাগলো দাদা, আপনার জন্য শুভকামনা রইলো!
ভালোবাসা সুলেখক আলমগীর কবির ভাই।
বাহ্ দারুণ…………
শুভেচ্ছা কবি বোন ফারজানা শারমিন।
অনেক ভালো লাগলো শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা৷ শুভকামনা সহ আগাম শারদীয় শুভেচ্ছা জানবেন।
শারদীয় শুভেচ্ছা আর ভালোবাসা কবি নিতাই বাবু।
শুধুমাত্র আমিই যা দেখতে পাই সেসব আমার গভীর রাতের স্বপ্নের লালন।
শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ সন্ধ্যা।
শুভ সন্ধ্যা প্রিয় ভাই। থেকো ভালোবাসায়।
জীবনের গল্প এমনই হয় কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
অদ্ভুত আমাদের জীবন।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
আমি এবং আমার আমি।
ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
কবির আধঘুমো জীবন কিছুটা জানা হলো কবিতায়—
শুভেচ্ছায় ভালোবাসা কবি জাহিদ অনিক ভাই।
সু্ন্দর ভাবনা শুভকামনা