কনসেনট্রেশন ক্যাম্প
কতটা রাস্তা রক্তাক্ত হলে তোমাদের বীভৎস উদ্যানে ফোটে মহুলের ফুল
কতখানি মাংস ঘিলু মজ্জায় তোমাদের শ্বেত মার্বেলের ডাইনিং টেবিলের খিদে মেটে!
অক্ষরে তোমাদের নিখাদ অ্যালার্জি, প্রশ্নতে ভয়াবহ বিবমিষা
ইস্তাম্বুলে গ্রন্থাগার জ্বালাও, ছাত্রের স্বপ্নে ভরে দাও জ্বলন্ত বুলেট
আর কত হৃদয়পিণ্ড পেলে তোমাদের ময়ূর সিংহাসনে ঝারবাতি জ্বলবে হের্ হিমলার্!
হুমম, ভালো লালো!
ধন্যবাদ আলমগীর কবির ভাই।
অনবদ্য কবিতা
ভালোবাসা কবি পথিক সুজন ভাই।
মারাত্মক একটি কবিতা উপহার দিয়েছো কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ সকাল।
ঠিক বলেছো প্রিয় ভাই।
আর কত হৃদয়পিণ্ড পেলে ময়ূর সিংহাসনে ঝারবাতি জ্বলবে হের্ হিমলার্ !! সত্য।
ভালো থাকুন ভালোবাসায় কবি সুমন আহমেদ ভাই।
মানুষের হৃদপিণ্ড ঐ রক্তপিপাসুদের আরও চাই। আরও ঝকঝকা চাই ওঁদের প্রসাদ।
ওদের চাওয়ার শেষ নেই কবি নিতাই বাবু। ওরা যে ক্ষুধার্ত।
কনসেনট্রেশন ক্যাম্প বলতে চোখের সামনে ভয়াবহ চিত্র ভেসে ওঠে কবি। নির্যাতন।
সঠিক কবিবোন সাজিয়া আফরিন।
শুভেচ্ছা কবিবোন শাকিলা তুবা।