তোমার উপর নির্ভরতা

ধীরে ধীরে জমছে ধূসর
চোখের পাতায়
বাতাস গুলো যাচ্ছে চলে
নীরবতায়
আমার গানের সুর গুলো সব
শব হয়ে যায়
পিছন পানে জোছনা জোনাক
ডাকছে আমায়
সামনে সাদা সফেদ কাপড়
দুলছে হাওয়ায়
তোমার কাছে ভুল ছিলো যা
অসীম চাওয়ায়
গণ্ডী রেখে ছাড়লে সূতা
ঘুড়ী হাওয়ায়

জন্মেছিলেম মাধব যুগ
মাধুকরী
আজো আমি ভার টেনে যাই
গরুর গাড়ী

আটকে থাকে সৃষ্টিকরণ সূঁচের মাথায়
গল্প থেকে সাহেব বিবি শুধুই হারায়
বসত বাড়ির চালচুলো সব জলের তলায়
ভেসে থাকাই জীবন এখন তোমায় আমায়

নতুন কথায় গানের ভাষণ যুদ্ধরত
তোমার কাছেই মাথা নত অবিরত
নির্ভরতা তোমার উপর ভর করে আজ
বাকি পথের ছায়ায় আঁকি ঘর কারুকাজ।

7 thoughts on “তোমার উপর নির্ভরতা

  1. প্রচ্ছদের পাশাপাশি কবিতাও মানানসই হয়েছে খেয়ালী মন ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. মাথা নত অবিরত
    নির্ভরতা তোমার উপর ভর করে আজ
    বাকি পথের ছায়ায় আঁকি ঘর কারুকাজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. ধীরে ধীরে জমছে ধূসর চোখের পাতায়
    বাতাস গুলো যাচ্ছে চলে নীরবতায়
    আমার গানের সুর গুলো সব শব হয়ে যায়।

    আমাদের জীবনের স্বরূপ। শুভেচ্ছা প্রিয় কবি মন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. অনেকদিন পর আপনার লেখা পড়লাম। আপনার কব্তিায় স্বাতন্ত্রতা অসাধারণ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।