পরান মাঝি … তুই বৈঠা থামা

মাঝি, তুই বৈঠা থামা;
আমি ঘাটের জলে ডুইবা মরতে চাই।
মাঝ দরিয়ার ঢেউয়ের নাচে বসন সমেত
ভাইসা যাইতে চাই,
পরান মাঝিরে, তুই বৈঠা থামা।
বুক কাঁপি যায় জ্বারে,
এ জ্বার আসে ডাঙ্গায় বাঁধা অচিন কোন ঘরে।

অমাবস্যায় বসন কাঁপে, কাঁপলো দরিয়ার জল;
আমার গতর-তোরি গতর নামলো নদের ঢল।
তোর সোঁদা গন্ধে ভইরা গেসাল অংগ জরা জ্বরে;
এখন কীবা এমন কইরা বুক কাঁপে মোর ডরে।

মাঝি তুই বৈঠা থামা,
গাঙ্গের জলে কার জানি ছায়া পিছন করে।
সুঠাম বাহু আলগা করতেও ভয় লাগে তোর বুঝি,
ওই খানে আর আমি নাইরে,
আছে আরেক পরী;
তার শইল্যের গন্ধ আইস্যা আমার নাকে লাগে,
কইলজ্যা পুইড়া যায়রে মাঝি,
কয়লা হয় এই মাটি।

দেহের জ্বারে মনের জ্বারে একাকার হই আমি,
পরান মাঝি, তুই বৈঠা নিয়া চইলা যা উজানে;
তোর জন্যে বইস্যা আছে হুর পরী ওই ঘাটে।
গলগলাইয়া চান্দের আলোয় আমার গতর ভাসে;
ভাটির টানে মরন যদি আবার ফিরা আসে,
মাঝি, তুই বৈঠা থামা।
গাঙ যে আমায় ডাকে।।

8 thoughts on “পরান মাঝি … তুই বৈঠা থামা

  1. গলগলাইয়া চান্দের আলোয় আমার গতর ভাসে;
    ভাটির টানে মরন যদি আবার ফিরা আসে,
    মাঝি, তুই বৈঠা থামা।
    গাঙ যে আমায় ডাকে।।

    অনেকদিন পর কথ্য ভাষার কবিতা পড়লাম কবি রোদেলা নীলা। ২/১টা শব্দ বুঝিনি। :)

  2. পরান মাঝির উচিত হবে বৈঠাটি আপাতত থামিয়ে দেয়া। সুন্দর কবিতা কবি আপা। 

  3. অসাধারণ কবি বোন রোদেলা নীলা। ভিন্ন স্বাদের লিখা। বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. গতানুগতিক ধারা থেকে একটু ভিন্ন ধাচের কবিতাটা ভাল লাগল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।