নারী সন্ধ্যা অয়েল পেন্টিং বিষয়ক

টুপচুপ মেয়ের পায়ের শব্দ শুনি
কালো তেলরং ছোট্ট বাঁশি নাক
এদিকে ওদিকে ফুসলিয়ে যায়
ব্লাউজ ছাড়া আঁচলের ফাঁকে
উদ্ধত স্তনের নিরাবয়ব হাতছানি।

বিকেলের মরা আলোর আঁতুড়ে
তক্ষুনি সন্ধ্যা জন্মিয়ে ট্যাঁ ট্যাঁ কাঁদে
দেখতে না দেখতেই সদ্য জন্মানো
তড়াং বাছুরের মতোই সন্ধ্যেও
বেলের আঠালো রসে সিক্ত
কিশোরী আর তারপরেই উনিশের
সটান প্রজাপতি যুবতী।

মেয়েটা ত্যারচা তাকিয়ে শুধু
চোখের ইশারায় ওপেন হার্ট সার্জারি
করে ফেলে অনায়াসে, দক্ষ সার্জেন,
হার্টলেস আমি অন্তরায় গুনগুন
করলেই কোত্থেকে মস্ত ক্যানভাস
ঝুপ করে সামনে পাট পাট খুলে যায়।

সন্ধ্যার দশ আঙুলের দশ নখ প্যাস্টেল
সাত রঙের প্রাগৈতিহাসিক ভাবনাকে
কাচকলা দেখিয়ে দশ রঙের ফোয়ারা,
গ্যালারিতে পাশাপাশি পিকাসো,
দালি, হুসেইন দর্শক নিশ্চুপ।

তুলির টানে পরতে পরতে পপসম্রাট
ওই ঝাঁচকচক এক একটা ফুলঝুরি
ছড়িয়ে ছিটিয়ে একাকীত্বের অন্ধ
অবন্ধু উধাও হলে তুলির
শেষ টান অবাক চোখের সামনে
টানা হয়, অবাক … অবাক …
কখন যেন মেয়ে সন্ধ্যে মিলেমিশে
অপার্থিব অয়েল পেন্টিংয়ের
ম্যাজিক হয়ে গেল!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “নারী সন্ধ্যা অয়েল পেন্টিং বিষয়ক

  1. কমপ্লিটলি একটি সার্থক কবিতা নিঃসন্দেহে। কিন্তু কোথায় এর অধিক সৌন্দর্য্য লুকিয়ে আছে সহজে ধরতে পারছি না। চেষ্টা অব্যহত রইলো কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. কী যে বলো প্রিয় ভাই। কবিতার গভীরতা খুঁজো না; সুবাস নাও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif 

  2. মেয়েটা ত্যারচা তাকিয়ে শুধু
    চোখের ইশারায় ওপেন হার্ট সার্জারি করে ফেলে অনায়াসে, দক্ষ সার্জেন। হুম। :)

  3. নারী সন্ধ্যা অয়েল পেন্টিং বিষয়ক গম্ভীর কবিতা। এমনি বললাম। আসলেই দারুণ। :)

  4. মেয়েটা ত্যারচা তাকিয়ে শুধু
    চোখের ইশারায় ওপেন হার্ট সার্জারি
    করে ফেলে অনায়াসে, দক্ষ সার্জেন,
    হার্টলেস আমি অন্তরায় গুনগুন
    করলেই কোত্থেকে মস্ত ক্যানভাস
    ঝুপ করে সামনে পাট পাট খুলে যায়।

    একদম মাখামাখি একটা কবিতা। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দাদা।         

  5. নারী সন্ধ্যার অয়েল পেন্টিং ভালো এঁকেছেন সৌমিত্র দা। :)

  6. কখন যেন মেয়ে সন্ধ্যে মিলেমিশে
    অপার্থিব অয়েল পেন্টিংয়ের
    ম্যাজিক হয়ে গেল!

     

    * অসাধারণ প্রিয় কবি দাদা, অসাধারণ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।