স্বাধীনতা তুমি বন্দী বাহুবলে!

স্বাধীনতা তুমি!
তুমি জাতির পিতা বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের আবিস্কারে
ত্রিশ লক্ষ শহীদের প্রাণে,
তুমি ভোরের উদিত রক্তিম সূর্যের আলোর ঝংকারে
মা-বোনের সম্ভ্রমের অবদানে।

স্বাধীনতা তুমি!
তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় গাওয়া
আমাদের জাতীয় সংগীতে,
তুমি পদ্মা মেঘনা সুরমা যমুনার স্রোতে বয়ে যাওয়া
নজরুলের রণসংগীতে।

স্বাধীনতা তুমি!
তুমি এসেছ বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ চেষ্টার বিনিময়ে
জাগ্রত বিজয় দিবসে,
তুমি এসেছিলে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে
নয়মাস যুদ্ধ শেষে।

স্বাধীনতা তুমি!
তুমি এখন রাজনীতির জাঁতাকলে ছাত্রলীগ ছাত্রদলে
দলেবলে গণতন্ত্রের কৌশলে,
তুমি এখন ক্ষমতার ছত্রছায়ায় নেতা নেত্রীদের দখলে
স্বাধীনতা বন্দী বাহুবলে।

স্বাধীনতা তুমি!
তুমি শুধু কাগজে কলমে ইতিহাস হয়ে আছ সারাবিশ্বে
আর জাতীয় স্মৃতিসৌধে,
তুমি পৌঁছাওনি প্রতিটি ঘরে জনগণের মনের বিশ্বাসে
তাই সকলে কাঁদে।

স্বাধীনতা তুমি!
তুমি নেই স্বাধীনভাবে মুক্তভাবে মুক্তমনে মতপ্রকাশে
অন্যায় অত্যাচারের প্রতিবাদে,
তুমি এখনো দাওনি কাউকে স্বাধীনতা ভোগ-বিলাসে
বন্দী তুমি রাজপ্রাসাদে।

ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

14 thoughts on “স্বাধীনতা তুমি বন্দী বাহুবলে!

  1. স্বাধীনতা তুমি!
    তুমি নেই স্বাধীনভাবে মুক্তভাবে মুক্তমনে মতপ্রকাশে
    অন্যায় অত্যাচারের প্রতিবাদে,
    তুমি এখনো দাওনি কাউকে স্বাধীনতা ভোগ-বিলাসে
    বন্দী তুমি রাজপ্রাসাদে।

    বাক্ স্বাধীনতা বা গণতন্ত্রের গলা যখনচেপে ধরা হবে গণতন্ত্রকামী মানুষের স্বপ্ন ততোই ভূলণ্ঠিত হবে। ভালোবাসা কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif  

    1. আমাদের দেশের সাড়ে সাত কোটি বাঙালির সংগ্রামের স্বাধীনতার পায়ে শিকল বাধা রয়েছে। যেই শিল দেশ  স্বাধীন অবার আগে বাঙালিদের পায়ে বাধা ছিল। তাই বলছি, "স্বাধীনতা তুমি বন্দী বাহুবলে।"          

  2. স্বাধীনতা তুমি!
    তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় গাওয়া
    আমাদের জাতীয় সংগীতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. যেই শিকল দেশ  স্বাধীন অবার আগে বাঙালিদের পায়ে বাধা ছিল, সেই শিকল এখন সাড়ে সাত কোটি বাঙালির সংগ্রামের স্বাধীনতার পায়ে বাধা রয়েছে। তাই বলছি, "স্বাধীনতা তুমি বন্দী বাহুবলে।"          

  3. স্বাধীনতা শব্দটি দিন দিন অচেনা হতে চলেছে। একদিন আমরা নতুন করে শিখবো স্বাধীনতা মানে কি। স্বাধীন জাতি কাকে বলে। স্বাধীনতার সুফল কেমন। :(

    1. ১৯৭১ সালের সাড়ে সাত কোটি বাঙালির সংগ্রামের স্বাধীনতা এখনো বাংলার প্রতিটি ঘরে পৌঁছায়নি, দাদা। স্বাধীনতার পায়ে শিকল বেধে রাখা হয়েছে।             

  4. স্বাধীনতা এখন রাজনীতির জাঁতাকলে ছাত্রলীগ ছাত্রদলে; দলেবলে গণতন্ত্রের কৌশলে।

    1. যেই শিকল দেশ স্বাধীন অবার আগে বাঙালিদের পায়ে বাধা ছিল, সেই শিকল এখন সাড়ে সাত কোটি বাঙালির সংগ্রামের স্বাধীনতার পায়ে বাধা রয়েছে। তাই বলছি, "স্বাধীনতা তুমি বন্দী বাহুবলে।" 

  5. তারপরও মেনে নিয়ে ভাল থাকতে হবে ভাল রাখতে হবে দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. তা তো মেনেই নিতে হচ্ছে দিদি। না মেনে যাবো কোথায়? 

  6. সত্য বলেছেন নিতাই বাবু। আজকাল সত্য বলার মানুষ কমে গেছে। 

  7. স্বাধীনতা তুমি!
    তুমি এসেছ বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ চেষ্টার বিনিময়ে
    জাগ্রত বিজয় দিবসে,
    তুমি এসেছিলে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে
    নয়মাস যুদ্ধ শেষে।

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. যেই শিকল দেশ  স্বাধীন অবার আগে বাঙালিদের পায়ে বাধা ছিল, সেই শিকল এখন সাড়ে সাত কোটি বাঙালির সংগ্রামের স্বাধীনতার পায়ে বাধা রয়েছে। তাই বলছি, "স্বাধীনতা তুমি বন্দী বাহুবলে।" 

মন্তব্য প্রধান বন্ধ আছে।