মনে হয় ভালো আছি
গ্রীষ্মের শুকনো হাওয়ায়
তেতেপুড়ে, বর্ষায় গলে
যেতে যেতে কিভাবে যেন
হঠাৎ বেঁচে যাওয়া আফগানি
বরফে আঙুর খাওয়ার স্বপ্নে,
আর এই শীতের শীর্ষ বিন্দু
ছুঁয়ে ফেলার প্রারম্ভ হুইসলে
একান্ত জলসাখন্ড জড়ো
করতে চেয়েও বহু টুকরো
অসভ্যের মত হারিয়েই
থাকে কালচক্রের আসাযাওয়ায়,
তখনই প্রশ্নের নিস্পত্তি সময়
ভালো আছি?
কি জানি! ভালো থাকে কেউ!
ভালো থাকা না থাকা শীর্ষক শিরোনাম আর প্লটের ব্যতিক্রমী উপস্থাপনা চমৎকার।
ভালোবাসা প্রিয় ভাই।
ভালো থাকা আর না থাকাই আমাদের জীবন চক্র।
ঠিক বলেছেন কবি সুমন ভাই।
মন্দ ভালো সব মিলিয়ে মনে তো হয় বেঁচে আছি। স্রেফ বেঁচে আছি সৌমিত্র দা।
ভালো থাকা না থাকায় বেঁচে আছি কবি বোন সাজিয়া আফরিন।
খুবই সুন্দর লেখা দাদা
ভালোবাসা কবি শংকর দা।
শত কষ্টে থাকার মাঝেও কেউ যদি জিজ্ঞেস করে, 'কেমন আছেন?' এককথায় বলে দেই, 'ভালো আছি, শ্রদ্ধেয় দাদা।'
এমন বলা ছাড়া কী বা বলার থাকে আজকাল।
একান্ত জলসাখন্ড জড়ো
করতে চেয়েও বহু টুকরো
অসভ্যের মত হারিয়েই
থাকে কালচক্রের আসাযাওয়ায়,
* অসাধারণ প্রিয় কবি দাদা…
ভালোবাসা কবি হুসাইন ভাই।