ভালো থাকা না থাকা ৬

এক্কাপ ব্ল্যাক্কফি এক্ষান সিগ্রেট আর মনবসানো কিম্বা ভাসানো কিছু কবিতা, ব্যস, আচমকা ইচ্ছেয় টইটই না করা ছুটির দুপুরে আর্কি চাই!

কোনো কোনো সময় সম্পূর্ণ নিজস্ব। সেখানে টেনে রাখা গণ্ডিতে রাবণের বাপের ক্ষমতা নেই ঢোকার। সিগারেটের কুটি কুটি ছাই ওড়ে, ধোঁয়া ওড়ে ননপলিটিক্যাল নীল সাদা। হঠাৎ আদর ইচ্ছেয় জানলার বাইরে নিমগাছের বাকল ছাড়তে চলা ডালে কুবোর উন্মনা চাউনি, ছাউনি আড়াল করা মনের ভেতরে কোনো মুখের চলচ্ছবি দেখায়।

লোকাল ইএমইউ এর ভিড় ঠাসা কামরায় রিনরিন মোবাইল বেজে ওঠে, “তুই কই রে উন্মাদ!” শহরতলির পাতি রিক্সা বারোশো ঘোড়ার ভোক্সওয়াগন হয়ে যায়। ছাপানো সুদৃশ্য পাতার ভেতর থেকে নাচতে নাচতে বেরিয়ে আসে নির্বাচিত কবিতার কালো অক্ষর। টুংটাং শব্দের মৃদু মিউজিকে উদাসী পাগল শৈশবের খোলসে ডুব দেয় আরোও একবার। নীচে আগাছায় মোড়া দৈত্যের বাগানে হেমন্ত চুপটি করে বসে একচিলতে বিশ্রামে চোখ বোজে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

11 thoughts on “ভালো থাকা না থাকা ৬

  1. জীবন এর সত্য থেকে উঠে আসা কথা গুলো পড়তে কিন্তু বেশ লাগছে সৌমিত্র দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. এক্কাপ ব্ল্যাক্কফি এক্ষান সিগ্রেট আর মনবসানো কিম্বা ভাসানো কিছু কবিতা, ব্যস, আচমকা ইচ্ছেয় টইটই না করা ছুটির দুপুরে আর্কি চাই!

     

    * বিমুগ্ধ, প্রিয় কবিদা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. শব্দের মৃদু মিউজিকে উদাসী পাগল শৈশবের খোলসে ডুব দিয়ে আগাছায় মোড়া দৈত্যের বাগানে হেমন্ত চুপটি করে বসে একচিলতে বিশ্রামে চোখ বোজা। … অদ্ভুত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. অসাধারণ ভাবনা প্রকাশ করেছেন দাদা। শুভেচ্ছা জানবেন।       

  5. শব্দের যাদুতে আমি মুগ্ধ ভালোবাসা রইলো দাদাভাই 

মন্তব্য প্রধান বন্ধ আছে।