এক্কাপ ব্ল্যাক্কফি এক্ষান সিগ্রেট আর মনবসানো কিম্বা ভাসানো কিছু কবিতা, ব্যস, আচমকা ইচ্ছেয় টইটই না করা ছুটির দুপুরে আর্কি চাই!
কোনো কোনো সময় সম্পূর্ণ নিজস্ব। সেখানে টেনে রাখা গণ্ডিতে রাবণের বাপের ক্ষমতা নেই ঢোকার। সিগারেটের কুটি কুটি ছাই ওড়ে, ধোঁয়া ওড়ে ননপলিটিক্যাল নীল সাদা। হঠাৎ আদর ইচ্ছেয় জানলার বাইরে নিমগাছের বাকল ছাড়তে চলা ডালে কুবোর উন্মনা চাউনি, ছাউনি আড়াল করা মনের ভেতরে কোনো মুখের চলচ্ছবি দেখায়।
লোকাল ইএমইউ এর ভিড় ঠাসা কামরায় রিনরিন মোবাইল বেজে ওঠে, “তুই কই রে উন্মাদ!” শহরতলির পাতি রিক্সা বারোশো ঘোড়ার ভোক্সওয়াগন হয়ে যায়। ছাপানো সুদৃশ্য পাতার ভেতর থেকে নাচতে নাচতে বেরিয়ে আসে নির্বাচিত কবিতার কালো অক্ষর। টুংটাং শব্দের মৃদু মিউজিকে উদাসী পাগল শৈশবের খোলসে ডুব দেয় আরোও একবার। নীচে আগাছায় মোড়া দৈত্যের বাগানে হেমন্ত চুপটি করে বসে একচিলতে বিশ্রামে চোখ বোজে।
জীবন এর সত্য থেকে উঠে আসা কথা গুলো পড়তে কিন্তু বেশ লাগছে সৌমিত্র দা।
আনন্দিত হলাম কবিবোন সাজিয়া আফরিন।
অসাধারণ সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি সুমন ভাই।
এক্কাপ ব্ল্যাক্কফি এক্ষান সিগ্রেট আর মনবসানো কিম্বা ভাসানো কিছু কবিতা, ব্যস, আচমকা ইচ্ছেয় টইটই না করা ছুটির দুপুরে আর্কি চাই!
* বিমুগ্ধ, প্রিয় কবিদা….
ভালোবাসা কবি হুসাইন ভাই।
শব্দের মৃদু মিউজিকে উদাসী পাগল শৈশবের খোলসে ডুব দিয়ে আগাছায় মোড়া দৈত্যের বাগানে হেমন্ত চুপটি করে বসে একচিলতে বিশ্রামে চোখ বোজা। … অদ্ভুত।
ভালোবাসা নিও প্রিয় ভাই।
অসাধারণ ভাবনা প্রকাশ করেছেন দাদা। শুভেচ্ছা জানবেন।
শুভেচ্ছা কবি নিতাই বাবু।
শব্দের যাদুতে আমি মুগ্ধ ভালোবাসা রইলো দাদাভাই