একদিন ঠিক দেখিয়ে দিবো

অনেক দিন হয়ে গেছে আলোর সাথে মাখামাখি খেলিনা! মনের কোনে আলোর চটা দাগ কাঁটে না! কেমন যেনো অন্ধকার নিয়ে খুব ভালো আছি, দিব্যি বেঁছে আছি।
খাচ্ছি দাচ্ছি, গুরছি ফিরছি, সুডেট বুডেট পোশাগ, গাড়ি বাড়ি, সব মিলে আলিশান একটা জীবন।

তবুও কোথায় যেনো একটা অপূর্ণতা……!

অনেক দিন ধরে খুব বেদনা অনুভব করছি!
আগে আলোদের দেখে জান্নাতের কথা যেমন মনে পড়তো, তাদের সাথে দিনের পর দিন কাটিয়ে খুউব ভালো হয়ে যাওয়ার ইচ্ছেটা এখন জাগেনা!
দাঁড়ি টুপি জুব্বা ছেড়ে দুনিয়ার রংচঙে মাটি কামড়ে ধরেছি বলেই হয়তো এমন!

একদিন আমি ঠিক দেখিয়ে দিবো তোমাদের, আমার বারান্দার সুখের সব বাতাস, রোদ, যেমন ইচ্ছে তেমন চলার আকাশ’টা বিক্রয় করে দিবো তোমাদের কাছে,
সুডেট বুডেট সাহেব ভাব টাইপের জীবন ছাড়াও যে দিব্যি বেঁচে থাকা যায়।

একদিন ঠিক দেখিয়ে দিবো…
যে জীবন দুনিয়ার লোভে মোহাচ্ছন্ন হয়ে তোমাদের সুন্দর হৃদয়গুলো বিবর্ণ করে ডুবিয়ে রেখেছ মুখ!
সে জীবনের চেয়ে অধিক উত্তম বকরির দুধ আর খেঁজুরের ঐ জীবন’টাতে সুখ।
একদিন ঠিক দেখিয়ে দিবো..
সে জীবন’টাই অনন্য অসাধারণ জীবন।

12 thoughts on “একদিন ঠিক দেখিয়ে দিবো

  1. আপনার প্রত্যয়ের কথা জেনে ভালো লাগলো। 'তবুও কোথায় যেনো একটা অপূর্ণতা……! এটা ঠিক।' ভালো থাকুন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. একদিন ঠিক দেখিয়ে দিবো..
    সে জীবন’টাই অনন্য অসাধারণ জীবন।

    নিশ্চয়ই কবি ভাই। পারতেই হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ইনশা আল্লাহ্। মন্তব্যে কৃতজ্ঞতা প্রিয়। শুভ কামনা।

    1. আপনার জন্যেও। অশেষ ভালোবাসাসহ শুভ কামনা।

  3. দ্যাটস্ স্পিরিট মি. সাহারাজ হোসেন। গুড লাক ফর এভরি মোমেন্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. এগিয়ে চলুন কবি সাহারাজ ভাই। সাফল্য চাইই চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।