তুই ছুঁয়ে দিলে বাজ ছুঁয়ে যায়
ছত্রিশঝোরা,
গাছ ঝলসানো ধূ ধূ উল্লাসে
একলা পাহাড়।
তুই ছুঁয়ে দিলে শতভিষা তারা
ইচ্ছেকোটরে
তাঁতি নিষ্ঠায় একমনে বোনে
রোশনি কুর্তা।
তুই ছুঁয়ে দিলে হরা ভরা ক্ষেত
প্লাবণবন্দী,
স্তর ক্রমে জমে পলি আর বালি
প্রত্নপ্রহরে।
তুই ছুঁয়ে দিলে বানজারা দেহ
খাইবার পাস
পার হয়ে গড়ে ঝাঁকড়াচুলের
মহেঞ্জোদারো।
তুই ছুঁয়ে দিলে সকালের চা
আপসে মিষ্টি,
বৈরী ভাবনা ছুঁড়ে ফেলে এক
আবেস্তা বেদ।
তুই ছুঁয়ে দিলে শতভিষা তারা
ইচ্ছেকোটরে
তাঁতি নিষ্ঠায় একমনে বোনে
রোশনি কুর্তা। ___ ফ্যান্টাস্টিক কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসায় ভালো থেকো প্রিয় ভাই। শরীরের যত্ন নিও।
তুই ছুঁয়ে দিলে সকালের চা
আপসে মিষ্টি,
বৈরী ভাবনা ছুঁড়ে ফেলে এক
আবেস্তা বেদ।
বেশ সুন্দর লেখা
শুভ কামনা থাকলো
ধন্যবাদ এবং ভালোবাসা কবি খেয়ালী ভাই। আপনাকে পেয়ে ভালো লাগছে।
তুই ছুঁয়ে দিলে শতভিষা তারা
ইচ্ছেকোটরে
তাঁতি নিষ্ঠায় একমনে বোনে
রোশনি কুর্তা।
* সুন্দর প্রকাশ….
ভালোবাসা কবি দিলওয়ার হুসাইন ভাই।
ভালো লাগার মতো কবিতা কবি সৌমিত্র দা।
ভালোবাসা কবি সুমন ভাই।
সুন্দর কবি সৌমিত্র দা।
ভালোবাসা কবি বোন সাজিয়া আফরিন।