ভালো থাকা না থাকা ৯

ভালো থাকা না থাকা ৯

অগ্রহায়ণের পাতলা হিম জড়িয়ে ধরছে টুপটুপ। ফুরফুরে পপকর্নের মতো শিশির নেমে আসছে মেঘের গর্ভগৃহ থেকে ভিসা পাসপোর্ট ছাড়াই। নরম অন্ধকার পেতে দিচ্ছে নক্সীকাঁথার নক্সাদার আসন। রুক্ষ রাঢ়ের মাটি অভিমানে ক্রমশঃ কালো, ক্রমশঃ শক্ত হয়ে আসছে।

আসছে শীতের প্রস্তুতিতে ঝরে যাওয়া সূক্ষ্ম লোমগুলো আঁতিপাঁতি খুঁজেই চলেছে একটানা অধ্যবসায়ে। পাথুরে লাল জীবজন্তুর চলমান ফসিলের দল বিষন্ন নুইয়ে যাওয়া ঘাড় টলমল করতে করতে নিজের একঘেয়ে কালো গর্তে ফিরে আসছে। আকুল সিদ্ধেশ্বরী বাঁশি এখানে বাজেনা। নিশিও এখানে রাতে বেরোতে ভয় পায়। শ্বাপদের শ্বাস হিমেল হাওয়াকে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রির দিকে ঠেলে নিয়ে যায়।

রাত্রির গোল ঢাকনা মিশে যায় নিশ্চুপ সূতপুত্রের স্বপ্নযাত্রায়। সি শার্পে কন্ঠ ভাসিয়ে দিয়ে দেশছাড়া ব্যাকুল ভোজপুরী খুঁজে চলে ফেলে আসা উগ্র রঙের সকাল। ‘কোই তো লৌটা দে…লৌটা দে রে মুঝে…বিতি হুই বচপনা সুবহ্…!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “ভালো থাকা না থাকা ৯

  1. নিশিও এখানে রাতে বেরোতে ভয় পায়। শ্বাপদের শ্বাস হিমেল হাওয়াকে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রির দিকে ঠেলে নিয়ে যায়। অসাধারণ বিস্তার সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. নরম অন্ধকার পেতে দিচ্ছে নক্সীকাঁথার নক্সাদার আসন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ভালোবাসা কবি এবং অণুগল্পকার সাঈদ আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. নরম অন্ধকার পেতে দিচ্ছে নক্সীকাঁথার নক্সাদার আসন। রুক্ষ রাঢ়ের মাটি অভিমানে ক্রমশঃ কালো, ক্রমশঃ শক্ত হয়ে আসছে।

     

    * হৃদয় ছুঁয়ে বাণীচিত্রণ। শুভ কামনা নিরন্তর…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।