যে কবিতারা হারিয়ে যায়
স্বতই কুম্ভমেলায় কিম্বা নিছক
গ্রামীণ মেলার ভীড়ে,
যে সব ভূমিষ্ঠ না হওয়া গল্প
স্বপ্নের নীল তালুকের সীমানা পার
হতে পারে নি কোনো প্রজন্মে,
যে সব গান শুদ্ধ সত্ব তম রজ
সরগমের সাদা যাদুকাঠির
ইশারায় বন্দী থেকে যায়,
আজ সবাই এক সঙ্গে ঢুকে গেল
বৈদ্যুতিক চুল্লীর এগার হাজারী
মনসবদারী ব্ল্যাকহোলে।
আজ কিং লিয়র চলে গেলেন।
3 thoughts on “কিং লিয়রের সঙ্গীরা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আরও অনেক কিছু দেবার ছিলো তাঁর। আজ কিং লিয়র চলে গেলেন।
কবিতা অপূর্ব
খুব সুন্দর কবি দা