সময়ের এয়ার পকেটে
হাতরাই পাগল
অস্তিত্বের খোঁজে,
কাল মাঝরাতে
আচমকা সাইরেন,
সেই থেকে নির্ঘুম প্রহর চাবুক
দুপুরের হিজড়ে রোদ্দুর উত্তেজনা হীন,
অস্তিত্বের খোঁজ প্যাঁচ পথে হারিয়েই যায় কেবলই।
2 thoughts on “দহন ৭”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সময়ের এয়ার পকেটে
হাতরাই পাগল
অস্তিত্বের খোঁজে,
কাল মাঝরাতে
আচমকা সাইরেন,
সেই থেকে নির্ঘুম প্রহর চাবুক
দুপুরের হিজড়ে রোদ্দুর উত্তেজনা হীন,
অস্তিত্বের খোঁজ প্যাঁচ পথে হারিয়েই যায় কেবলই।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দহন। অস্তিত্বের খোঁজ প্যাঁচ পথে হারিয়েই যায় কেবলই।
বাহ্ অপুর্ব সুন্দর উপস্থাপন