দহন ২৫
কাছেরা দূরে গেল
দূরেরা কাছে,
রাস্তা বদলে যায়
আমি তো একই আছি।
***
দহন ২৬
বোতল গেলাশ সামনে আছে
ঢালছি কিন্তু খাচ্ছি না।
মনের অসুখ গাছ হয়েছে
জল না দিলেও কমছে না।।
***
দহন ২৫
কাছেরা দূরে গেল
দূরেরা কাছে,
রাস্তা বদলে যায়
আমি তো একই আছি।
***
দহন ২৬
বোতল গেলাশ সামনে আছে
ঢালছি কিন্তু খাচ্ছি না।
মনের অসুখ গাছ হয়েছে
জল না দিলেও কমছে না।।
***
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মননশীল ও সৃজনশীল ভাবাবেগ।
এই নিয়েই জীবন চালাতে হবে প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
শুভ কামনা।